পরে তিনি সেখান থেকে যান ডেরা বাবা নানক। সেখানে তিনি কর্তারপুর করিডরের উদ্বোধন করেন। এদিন প্রথম ব্যাচে প্রায় ৫০০ ভারতীয় পুণ্যার্থী কর্তারপুর করিডরের মধ্য দিয়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে অবস্থিত দরবার সাহিব গুরুদ্বারে যান।
2/5
পরে তিনি সেখান থেকে যান ডেরা বাবা নানক। সেখানে তিনি কর্তারপুর করিডরের উদ্বোধন করেন। এদিন প্রথম ব্যাচে প্রায় ৫০০ ভারতীয় পুণ্যার্থী কর্তারপুর করিডরের মধ্য দিয়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে অবস্থিত দরবার সাহিব গুরুদ্বারে যান।
3/5
শিখ ধর্মীয় আচার-অনুষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ রাখে শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। এই সংগঠন পঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশে যত গুরুদ্বার আছে, তার নিয়ন্ত্রণ করে। এদিন এই কমিটির তরফে মোদিকে ‘শিরোপা’ (সাম্মানিক পোশাক) দেওয়া হয়।
4/5
আগামী ১২ নভেম্বর গুরু নানকের ৫৫০তম জন্মজয়ন্তী। ওই উৎসব উদযাপন করতে কর্তারপুর করিডর তৈরি করা হয়। এদিন মোদিকে অভ্যর্থনা জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল ও কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর। অমৃতসর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে সুলতানপুর লোধিতে যান।
5/5
শনিবার ঐতিহাসিক কর্তারপুর করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বের সাহিব গুরুদ্বারে প্রার্থনা করেন। বেশ কিছুক্ষণ তিনি সেখানে কাটান। পবিত্র বৈন নদীর তীরে অবস্থিত এই গুরুদ্বারের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। কারণ, গুরু নানকের জীবনের সঙ্গে এই জায়গাটি জড়িত।