এক্সপ্লোর
Advertisement
জামিয়া মিলিয়ায় অশান্তির ঘটনায় গ্রেফতার ১০, 'ধৃত কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নন', দাবি পুলিশের
সূত্রের খবর, ধৃতদের পুরনো অপরাধের রেকর্ড রয়েছে। পুলিশের দাবি, ধৃত কেউই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নয়। তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও দাঙ্গা বাঁধানোর মামলা দায়ের করা হয়েছে।
নয়াদিল্লি: রবিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে সিএবির বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে অশান্তির ঘটনায় সোমবার রাতে ১০জনকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, ধৃতদের পুরনো অপরাধের রেকর্ড রয়েছে। পুলিশের দাবি, ধৃত কেউই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নয়। তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও দাঙ্গা বাঁধানোর মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পেশ করা হবে।
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হিংসাত্মক কাজ করা কিংবা অগ্নিসংযোগের ঘটনায় তারা যুক্ত নয়, কেউ কেউ এসে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিঘ্নিত করেছে।
পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজে যাদেরকে পাথর ছুড়তে বা সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে দেখা গিয়েছে, তাদেরকেই গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, জামিয়ামিলিয়ার ঘটনার পর আগামীকাল পর্যন্ত আলিগড়ের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement