এক্সপ্লোর
পঞ্জাবে বাজি কারখানায় আগুন, বিস্ফোরণে হত অন্তত ১৮, চাপা পড়ে আটকে বহু জখম
উদ্ধারকার্যে পাঠানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিমকে।

নয়াদিল্লি: পঞ্জাবের গুরদাসপুরের বাজি তৈরির কারখানায় বড়সড় আগুন। অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকান্ডে জখম অনেক লোক কারখানায় ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি সূত্রে কমপক্ষে ৫০ জন চাপা পড়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পাঠানো হয়েছে একাধিক দমকলের গাড়ি। বিস্ফোরণে অন্তত ১০ জনের, যাদের বেশিরভাগই সেখানকার কর্মী, মৃত্যু হয়েছে। এদিন বিকাল ৪টে নাগাদ আগুন লাগে বলে খবর। কারখানাটি জনবসতির পাশেই বলে জানিয়েছেন পুলিশের আইজি (বর্ডার রেঞ্জ) এসপিএস পার্মার। উদ্ধারকার্যে পাঠানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিমকে। সোস্যাল মিডিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ, শোক প্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ ও গুরদাসপুরের এমপি সানি দেওল। অমরিন্দর লিখেছেন, বাটালার বাজি কারখানায় আগুন ধরে বিস্ফোরণে প্রাণহানির খবরে মর্মাহত। ত্রাণ, উদ্ধার চলছে। সানি লিখেছেন, বাটালার কারখানায় বিস্ফোরণ হয়েছে শুনে দুঃখিত। এনডিআরএফ টিম, স্থানীয় প্রশাসনের লোকজন উদ্ধারকার্যে ছুটে গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















