Robbery: দিনের আলোয় ডেলিভারি বয় সেজে সোনার দোকানে হামলা, ২০ লক্ষ টাকার গয়না লুট করে পালাল ২ ব্যক্তি
Robbery in Jewellery Shop: সোনার দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় এই সম্পূর্ণ ঘটনাটি ধরাও পড়েছে। সমাজমাধ্যমেও সেই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে।

গাজিয়াবাদ: উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার একটি সোনার দোকানে মাত্র ৬ মিনিটের মধ্যেই অনলাইন ফুড ডেলিভারি এজেন্ট সেজে দুই ব্যক্তি ২০ লক্ষ টাকারও বেশি মূল্যের গয়না-নগদ ডাকাতি করে পালিয়ে যান। প্রকাশ্য দিনের আলোয় ঘটে এই ঘটনা। গাজিয়াবাদের লিঙ্ক রোড থানার অধীনে ব্রিজ বিহার এলাকার মানসী জুয়েলার্সে ঘটেছে এই ডাকাতির ঘটনা।
আর আশ্চর্যের বিষয় দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় এই সম্পূর্ণ ঘটনাটি ধরাও পড়েছে। এএনআই সংবাদমাধ্যম সেই ভিডিয়ো শেয়ার করেছে। এমনকী সমাজমাধ্যমেও সেই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। এই ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে যে দুই ব্যক্তি ডেলিভারি এজেন্টের পোশাক পড়ে এই সোনার দোকানে ঢোকেন এবং জানা গিয়েছে যে তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। আর এই দোকানে ঢোকার সঙ্গে সঙ্গেই মূল্যবান গয়নাগাটি, নগদ টাকা তাদের ব্যাগে ভরতে শুরু করে। ২০ কেজি রুপো ও ১২৫ গ্রাম সোনা লুট করে নিয়ে যায় তারা। দোকানের মালিক সেই সময় বাইরে ছিলেন এবং এই অবসরেই মাত্র ৬ মিনিটের মধ্যে গোটা দোকান লুট করে নিয়ে চলে যায় সেই দুই ছদ্মবেশী ব্যক্তি। ডেলিভারি এজেন্টের ছদ্মবেশে দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র বের করে সকলকে ভয় দেখিয়ে দোকান লুট করে চলে যান এই দুই ব্যক্তি, দোকানে উপস্থিত কর্মীরা গয়নাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময়েও কিছু বলতে পারেননি তাদের।
পুলিশ জানিয়েছে যে ডেলিভারি এজেন্টের ছদ্মবেশে দোকানে হামলা করায় প্রাথমিকভাবে তাদেরকে কেউ সন্দেহও করেননি এবং তাদের সহজে শনাক্ত করাও যায়নি। এই ডাকাতির ঘটনার পরে দোকানটি সিল করে দেওয়া হয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত চলছে বলে জানা গিয়েছে। কর্তৃপক্ষ আশা করছে যে এই সিসিটিভি ফুটেজ থেকেই অপরাধীদের শনাক্ত করা যাবে এবং তাদের গ্রেফতারিতে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাবে।
#WATCH | Uttar Pradesh | Thieves disguised as delivery boys execute a robbery at a jewellery store in Ghaziabad. CCTV visuals of the crime. (24.07)
— ANI (@ANI) July 25, 2025
Visuals Source: Police pic.twitter.com/nPTgnWyIYV
এই বছর মে মাসেই পশ্চিমবঙ্গের সোনারপুরে একইভাবে প্রকাশ্য দিনের আলোয় চম্পাহাটি জুয়েলারি হাউস নামের দোকানে ঢুকে দুষ্কৃতীরা লুট করে নেয় ৪০ লক্ষ টাকার গয়না ও নগদ। ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে তারা গুরুতর জখম করেছিল বলেও জানা যায়। ২০২১ সালেও এই একই দোকানে চুরি হয়েছিল বলে জানা গিয়েছে, সেই তদন্তেরও কূলকিনারা হয়নি এখনও। ৫ বছরের মধ্যে আবার ডাকাতি দোকানে।






















