উত্তরপ্রদেশে বজ্রপাতে মৃত ২৩, আহত ২৯
মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
![উত্তরপ্রদেশে বজ্রপাতে মৃত ২৩, আহত ২৯ 23 Killed, 29 Injured In Lightning Strikes In Uttar Pradesh উত্তরপ্রদেশে বজ্রপাতে মৃত ২৩, আহত ২৯](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/14192648/storm-lightning-thunder-good.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ ও ভদোহি: বিভন্ন জেলায় বজ্রপাতের ঘটনায় উত্তরপ্রদেশে মারা গেলেন ২৩ জন। আহত হয়েছেন আরও ২৯ জন। সরকারি বিবৃতি অনুযায়ী, ৮ জন মারা গিয়েছেন ইলাহাবাদে, ৬ জন মিরজাপুরে, ২ জন কৌশম্বি এবং একজন জৌনপুরে। এছাড়া, ভদোহিতে মারা গিয়েছেন ৬ জন।
আরও জানানো হয়েছে, প্রয়াগরাজে ৯ জন, ১০ জন মিরজাপুরে, ৬ জন ভদোহিতে এবং কৌশম্বিতে ৪ জন আহত হয়েছেন। তাঁদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হতাহতের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে তিনি নির্দেশ দিয়েছেন মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে। পাশাপাশি, আহতদের সুচিকিৎসার বন্দোবস্ত যাতে করা হয়, তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)