26/11 Mumbai Attack: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রান্তকারীর ভারতে সফল প্রত্যর্পণ, দেশে পা রাখতেই গ্রেফতার
Tahawwur Hussain Rana: ৬৪ বছরের তাহাউর হুসেন রানা দিল্লির মাটিতে নামার পরই তাকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

26/11 Mumbai Attack: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী, তাহাউর হুসেন রানা (Tahawwur Hussain Rana), 'ইন্ডিয়া'জ মোস্ট ওয়ান্টেড' (India's Most Wanted) এই কুখ্যাতকে অবশেষে সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্র (US) থেকে প্রত্যর্পণ করে ভারতে আনা সম্ভব হয়েছে। সূত্রের খবর, রানা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দিল্লিতে। এবার ভারতের আইনের মুখোমুখি হতে হবে তাকে। এ দেশের আইন অনুসারেই হবে তার বিচার।
৬৪ বছরের তাহাউর হুসেন রানা দিল্লির মাটিতে নামার পরই তাকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ (NIA)। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস থেকে রানাকে নিয়ে উড়েছিল একটি বিমান। আজ বৃহস্পতিবার তা অবতরণ করেছে দিল্লির পালাম টেকনিক্যাল এরিয়াতে। প্রাথমিক কাজকর্ম মিটে যাওয়ার পর ২৬/১১ মুম্বই হামলার এই ষড়যন্ত্রকারীকে এনআইএ হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হব বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী তাকে দিল্লির পাতিয়ালা হাউস আদালতেও পেশ করার সম্ভাবনা রয়েছে। কড়া নিরাপত্তায় মোড়া তিহাড় জেলেও রাখা হতে পারে তাহাউর হুসেন রানাকে। আর তার পরবর্তীতে আইনি কার্যকলাপের জন্য নিয়ে যাওয়া হতে পারে মুম্বইতেও। সূত্র মারফত এমনটাই শোনা যাচ্ছে।
তাহাউর হুসেন রানার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র, ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, খুন, জালিয়াতি এবং বেআইনি কার্যকলাপ করার অভিযোগ মামলা দায়ের হয়েছে এই কুখ্যাত ব্যক্তির বিরুদ্ধে। পাক বংশোদ্ভূত কানাডার নাগ্রিক তাহাউর হুসেন রানা ছিল শিকাগোর বাসিন্দা। তাহাউর রানা-র বিরুদ্ধে অভিযোগ, ২০০৮ সালের মুম্বই হামলার পিছনে অন্যতম মাথা ছিল সে। এই জঙ্গি হামলার নিহত হয়েছিলেন ১৬৬ জন। তাঁদের মধ্যে ছিলেন ১৮ জন নিরাপত্তা কর্মী। আহত হয়েছিলেন প্রায় ৩০০ জন। মুম্বই তাজ, ছত্রপতি শিবাজি রেল স্টেশন, লিওপোল্ড ক্যাফে, নরিম্যান হাউস, ওবেরয় গ্র্যান্ডে হামলা চালিয়েছিল জঙ্গিদের দল। তছনছ হয়ে গিয়েছিল বাণিজ্য নগরী। পাক-আমেরিকান জঙ্গি ডেভিড কোলম্যান হেডলি, যে রেইকি করতে এসেছিল মুম্বইতে, এই মূল অভিযুক্ত জানিয়েছে, ২৬/১১ মুম্বই হামলার যাবতীয় আর্থিক এবং অস্ত্রশস্ত্রের জোগান দিয়েছিল তাহাউর হুসেন রানা- ই। প্রায় ৪ দিন ধরে চলেছিল হামলা। বন্দি করে রাখা হয়েছিল বিদেশি নাগরিকদের। এই ঘটনায় মুম্বই পুলিশের অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর তুকারাম ওম্বলের সাহসিকতায় ধরা পড়েছিল একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসাভ। তবে শহিদ হন তুকারাম ওম্বলে। পরবর্তী ফাঁসির সাজা হয়েছিল আজমল কাসভের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
