এক্সপ্লোর
Advertisement
মনিপুরে আইইডি বিস্ফোরণ, গুলি সন্দেহভাজন জঙ্গিদের, অসম রাইফেলসের ৩ জওয়ান হত, জখম ৫
হতাহতদের বেশিরভাগেরই হাত, পা, কাঁধে আঘাত লেগেছে বলে পুলিশ জানিয়েছে। কোনও সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি। যদিও একটি সূত্রে হামলাকারীরা মনিপুরের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জঙ্গি গোষ্ঠীর বলে খবর।
ইম্ফল: মনিপুরে ভারত-মায়ানমার সীমান্তে চান্দেল জেলায় সন্দেহভাজন জঙ্গি হামলায় ৪ অসম রাইফেলসের একটি টহলদার দলের তিন জওয়ান নিহত, ৫ জওয়ান জখম হয়েছেন। বুধবার সন্ধ্যায় চাকপিকারং থানার অন্তর্গত খোঙ্গছাল এলাকায় টহলদার দলটিকে টার্গেট করে সম্ভবত আইইডি বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। সেইসঙ্গে তাদের নিশানা করে গুলিও চলে। অসম পুলিশের কর্তাব্যক্তিরা এ ঘটনার কথা নিশ্চিত করলেও অসম রাইফেলসের তরফে কোনও বিবৃতি মেলেনি।
Deeply grieved by the terrorist attack in the beautiful state of Manipur, which i had the privilege of visiting recently. The martyrdom of 3 brave Indian jawans will not be in vain, they will be avenged. The northeast's recent development & turnaround is succeeding & won't stop.
— Baijayant Jay Panda (@PandaJay) July 30, 2020
নিহত তিন জওয়ানের পরিচয় জানা গিয়েছে। এঁরা হলেন হাবিলদার প্রণয় কলিতা, রাইফেলম্যান মেথনা কোনইয়াক ও রাইফেলম্যান রতন সাপাম। আহতদের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের বেশিরভাগেরই হাত, পা, কাঁধে আঘাত লেগেছে বলে পুলিশ জানিয়েছে। কোনও সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি। যদিও একটি সূত্রে হামলাকারীরা মনিপুরের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জঙ্গি গোষ্ঠীর বলে খবর। ইম্ফল থেকে প্রায় ১০০ কিমি দূরে হামলাস্থলে নিরাপত্তাবাহিনী পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
অফবিট
খবর
Advertisement