আন্তর্জাতিক কল সেন্টার খুলে বিদেশিদের সঙ্গে 'প্রতারণা', সল্টলেকে গ্রেফতার ৪
প্রথমে সফটঅয়্যারের মাধ্যমে কম্পিউটারে সমস্যা তৈরি, পরে সমাধানের নামে বিদেশিদের থেকে ডলার আদায় করত প্রতারকরা...
কলকাতা: সল্টলেকে আন্তর্জাতিক কল সেন্টার খুলে বিদেশিদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। পুলিশের জালে ৪ প্রতারক। ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজত।
সূত্র মারফৎ খবর পেয়ে বুধবার সেক্টর ফাইভের ইপি ও জিপি ব্লকের দুটি অফিসে হানা দেয় বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযোগ, এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ মোট ১৮ টি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
কীভাবে ফাঁসতেন এই বিদেশিরা?
পুলিশ সূত্রে খবর, কল সেন্টারের মাধ্যমে বিদেশিদের ডেটা সংগ্রহ করত প্রতারকরা। এরপর ডার্ক ক্লাউড নামে সফটঅয়্যারের মাধ্যমে তাঁদের কম্পিউটারের সমস্যা তৈরি করা হত।
কয়েকদিন পর, ওই কল সেন্টার থেকেই যোগাযোগ করে টেকনিক্যাল সাপোর্টের প্রস্তাব দেওয়া হত। বিনিময়ে পারিশ্রমিক হিসাবে গেট ওয়ের মাধ্যমে ১০০ ডলার আদায় করত প্রতারকরা।
বুধবার ৪ প্রতারককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিধান নগর মহকুমা আদালত। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানার চেষ্টা করবে বিধান নগর সাইবার ক্রাইম থানা।