Doda Encounter: কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, শহিদ সেনা আধিকারিক সহ ৫ সেনা জওয়ান
Doda News: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ের জেরে কাশ্মীরের ডোডাতে শহিদ হলেন এক সেনা আধিকারিক সহ ৫ জওয়ান। লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে এখনও তল্লাশি চলছে।
আসিফ খুরেশি, ডোডা: জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন একজন সেনা আধিকারিক সহ ৫ জন জওয়ানের। এখনও এনকাউন্টার চলছে বলে সেনা সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: Drug Case Arrest: মাদক মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার রকুলপ্রীত সিংহের ভাই
ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, সোমবার রাতে কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় যৌথ অভিযান চালায় রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানরা। সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ডোডা জেলার ডেসা জঙ্গল এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান।
#WATCH | Morning visuals from the Doda area of Jammu & Kashmir.
— ANI (@ANI) July 16, 2024
An Encounter started late at night in the Dessa area of Doda in which some of the Indian Army troops got injured.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/ZQdSSRSjun
সেই সময় আচমকা সেনাদের কনভয় লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেওয়া হয় ভারতীয় নিরাপত্তা বাহিনীর তরফে। এরপর লাগাতর দু-পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে গুলির লড়াই চলার পর একজন সেনা আধিকারিক সহ ৬ জন সেনা জওয়ান গুরুতর ভাবে জখম হন। জখম হন একজন পুলিশ আধিকারিকও।
তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেনা সূত্রে জানা যায় তাঁদের অবস্থা আশঙ্কাজনক। সেনা আধিকারিকরা আরও জানান যে ডেসা এলাকায় দু থেকে তিনজন জঙ্গি ওই লুকিয়ে রয়েছে। তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে তল্লাশি চলছে। পরে খবর আসে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি থাকা সেনা আধিকারিক ও জওয়ানদের চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে।
ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্পসের তরফে জানানো হয়েছে, সোমবার রাত ৯টার সময় জঙ্গিদের সঙ্গে তুমুল গুলির লড়াই শুরু হয় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই গুলির লড়াইয়ে আমাদের বীর সৈনিকদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হয়েছেন। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে, ডোডার ডেসা এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের নিরস্ত করার জন্য ওই এলাকায় আর সেনা জওয়ানদের পাঠানো হয়েছে। অপারেশন এখনও চলছে। সেনার ওপর এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর টাইগার্স।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।