Monument Misssing: কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত ৫০টি স্মৃতিসৌধ 'উধাও'! কীভাবে সম্ভব?
India Monuments: এই সব স্মৃতিস্তম্ভগুলো দেখভালের দায়িত্বে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা পুরাতত্ত্ব বিভাগ। যা কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন।
নয়া দিল্লি: দেশের (India) মধ্যেই ছিল মনুমেন্টগুলি (Monument)। কেন্দ্রীয় তত্ত্বাবধানে থাকা সেই সকল স্মৃতিগুলো এখন উধাও? শুনে তাক লাগারই কথা। তাও একটা বা দুটো নয়, ৫০টি মনুমেন্ট উধাও, এমনটাই খবর। সংস্কৃতি মন্ত্রকের (Ministry Of Culture) তরফে সংসদে যে রিপোর্ট (Report) দেওয়া হয়েছে, সেখানে দেখা গিয়েছে ৩৬৯৩টি মনুমেন্টের মধ্যে ৫০টি মনুমেন্ট উধাও।
রিপোর্ট জমা দেওয়া হয়েছে সংসদের পরিবহণ, পর্যটন, সংস্কৃতি মন্ত্রকের স্থায়ী কমিটির কাছে। সেখানে বলা হয়েছে, "এটি অত্যন্ত উদ্বেগের বিষয় যে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সুরক্ষার অধীনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্মৃতিস্তম্ভ দ্রুত নগরায়নের কারণে, জলাধার-বাঁধে নিমজ্জিত হওয়ার কারণে বছরের পর বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্গম অবস্থান, ঘন বনের কারণে তাদের সঠিক অবস্থান জানা যাচ্ছে না। খুঁজে পেতে বেশ অসুবিধাই হচ্ছে।"
আরও পড়ুন, “তোমাদের চৈতন্য হউক”, কল্পতরু উৎসব কেন এত গুরুত্বপূর্ণ?
এই রিপোর্টে সংস্কৃতি সচিব গোবিন্দ মোহন, এএসআইয়ের ডিরেক্টর জেনারেল ভি বিদ্যাবতী ও এএসআইয়ের প্রবীণ আধিকারিকদের বক্তব্যের উল্লেখ আছে। নিখোঁজ স্তম্ভগুলির মধ্যে ১১টি উত্তরপ্রদেশের, দিল্লি এবং হরিয়ানায় দুটি করে রয়েছে৷ তালিকায় অসম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের স্মৃতিস্তম্ভও অন্তর্ভুক্ত ছিল।
এএসআই আরও জানিয়েছে, কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত স্মৃতিস্তম্ভগুলোর একটি বড় অংশকে ১৯৩০, ১৯৪০ এবং ১৯৫০-এর দশকে চিহ্নিত করা হয়েছিল। এই ধরনের অনেক ক্ষেত্রেই শিলালিপি বা স্মৃতিসৌধের নির্দিষ্ট কোনও ঠিকানা নেই। সেগুলো স্থানান্তরিত বা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেগুলোকে চিহ্নিত করাও কঠিন, এমনটাই আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে।