TMC News: 'কাকে কোথায় বসানো হবে সেটা যে ফোরামে বলা উচিত সেখানে বলা হবে', প্রতিক্রিয়া শোভনদেবের
ABP Ananda Live: 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে উচ্ছসিত, প্রশংসা করি'। 'কিন্তু কাকে কোথায় বসানো হবে সেটা যে ফোরামে বলা উচিত সেখানে বলা হবে'। 'এমন মন্তব্য করি না, যে মন্তব্যের প্রেক্ষিতে পরে আমি পরে উত্তর দিতে পারব না'। নাম না করে হুমায়ুন কবীরের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া শোভনদেব চট্টোপাধ্যায়ের।
আরও খবর,
অভিষেককে পুলিশমন্ত্রী করা হোক, নাম না করে হুমায়ুন কবীরের এই মন্তব্যের জবাব ফিরহাদের। 'অভিষেক আমাদের সন্তান, ঠিক সময় আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু করার ক্ষমতা রাখেন', হুঙ্কার ফিরহাদের। 'আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে জয়ী হই। যারা বড় বড় কথা বলে, তাদের বলব মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে জিতে দেখাতে', নাম না করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে জবাব ফিরহাদ হাকিমের। 'মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং দিচ্ছেন। এক-আধটা ঘটনা আগেও ছিল। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, সিদ্ধার্থ রায়ের সময়েও ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের রিপোর্টে, সবচেয়ে নিরাপদ শহর কলকাতা', তাই কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, জবাব ফিরহাদের।