Omicron: ওমিক্রন-শঙ্কা! আন্তর্জাতিক বিমানে ভারতে আসা ৬ জন করোনা পজিটিভ
Omicron Update: ওমিক্রনের (Omicron) হানা কি ভারতেও? দুশ্চিন্তা বাড়াল কেন্দ্রীয় সরকারের বিবৃতি। বুধবার ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর (Press Information Bureau) বিবৃতি উস্কে দিল এই প্রশ্ন।
ঝিলম করঞ্জাই, কলকাতা: করোনার নতুন প্রজাতি ওমিক্রন (Omricron) পীড়িত দেশ থেকে বিভিন্ন বিমানে আসা যাত্রীদের প্রথম দিনের পরীক্ষাতেই ৬ জনের কোভিড (Covid19) রিপোর্ট পজিটিভ। বিবৃতি দিয়ে জানাল কেন্দ্রীয় সরকার। আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের (Genome Sequencing) জন্য। এই পরিস্থিতির মধ্যে ওমিক্রন আক্রান্ত নয়, এমন দেশগুলি থেকে আসা যাত্রীদের জন্যও কড়াকড়ি জারি করেছে কেন্দ্র।
ওমিক্রনের হানা কি ভারতেও? দুশ্চিন্তা বাড়াল কেন্দ্রীয় সরকারের বিবৃতি। বুধবার ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর (Press Information Bureau) তরফে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে জানানো হয়েছে, লখনউ (Lucknow) বাদ দিয়ে দেশের অন্যান্য বিমানবন্দরে রাত ১২টা থেকে বিকেল ৪ পর্যন্ত ১১টি দেশ থেকে বিমান অবতরণ করে। মোট ৩ হাজার ৪৭৬ জন দেশে এসেছেন। প্রত্যেকের আরটিপিসিআর (RT-PCR) পরীক্ষা করা হয়। যার মধ্যে ৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে নমুনা।
'Countries at-Risk' অর্থাৎ সংক্রমণের নিরিখে ঝুঁকিতে থাকা দেশ। যে সব বিমান ওমিক্রন আক্রান্ত দেশ থেকে ভারতে আসছে, অথবা যে সব বিমান ভারতে আসার পথে ওমিক্রন পীড়িত দেশের মাটি স্পর্শ করছে, সেই সব বিমানের যাত্রীদের জন্য মঙ্গলবার রাত ১২টার পর থেকে দেশের সব আন্তর্জাতিক বিমান বন্দরে নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার। বাধ্যতামূলক করা হয়েছে RTPCR টেস্ট। আর প্রথম দিনের পরীক্ষাতেই ৬ জন করোনা পজিটিভ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ট্যুইট করা বিবৃতিতে জানানো হয়েছে, ওমিক্রন আক্রান্ত বিভিন্ন দেশ থেকে আসা ১১টি আন্তর্জাতিক বিমানের ৩ হাজার ৪৭৬ জন যাত্রীকে পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৬ জন করোনা পজিটিভ।
ক্রিসমাস, নিউইয়ারের আগে বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার নতুন প্রজাতি। দক্ষিণ আফ্রিকায় হদিশ পাওয়ার পর ইতিমধ্যেই ১৭টি দেশে নিজের জাল বিছিয়েছে ওমিক্রন। এই পরিস্থিতিতে সতর্কতামূলক আরও কড়া পদক্ষেপ করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওমিক্রনের প্রভাব পড়েনি, এমন দেশ থেকেও যাঁরা আসবেন, বিমানবন্দরে RTPCR টেস্টের মধ্যেই দিয়ে যেতে হবে। কোভিড রিপোর্ট পজিটিভ না এলেও সেই সব যাত্রীদের থাকতে হবে ১৪ দিনের আইসোলেশনে। হোম কোয়ারেন্টিনে করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করাতে হবে। রিপোর্ট পজিটিভ হলে পাঠাতে হবে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। এই নিয়ম থেকে ছাড় পাবে শুধুমাত্র ৫ বছরের নীচের শিশুরা।
আরও পড়ুন: Omicron : বিশ্বের ২৩টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন, উদ্বেগ বাড়িয়ে জানাল WHO