(Source: Poll of Polls)
Imran Khan:২০১৮ সালে বুশরা বিবির সঙ্গে ইমরান খানের বিয়ে 'বেআইনি', সাজা শোনাল পাকিস্তানের কোর্ট
Prison Sentence For Ex Pak PM:আরও একটি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিপক্ষে গেল রায়। আদালত জানিয়ে দিল, ২০১৮ সালে ইমরান যে বিয়ে করেছিলেন, সেটি বেআইনি
নয়াদিল্লি: আরও একটি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Ex Pak PM Imran Khan) বিপক্ষে গেল রায়। আদালত জানিয়ে দিল, ২০১৮ সালে ইমরান যে বিয়ে করেছিলেন, সেটি বেআইনি (Verdict Of Wrognful Marriage) । ফলে বিশ্বকাপজয়ী পাক ক্রিকেট দলের প্রাক্তন 'কাপ্তান' ও তাঁর স্ত্রী, বুশরা বিবিকে ৭ বছরের সাজা দিয়েছে আদালত।
আর যা...
আগামী বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ নির্বাচন। এমনিতেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তার উপর, তিন তিনটি রায়ই তাঁর বিরুদ্ধে গেল। এর আগে, রাষ্ট্রের গোপন তথ্য় ফাঁসের মামলায় ১০ বছর কারাদণ্ড পেয়েছেন ৭১ বছরের এই নেতা। তা ছাড়া, জাতীয় উপহার বেআইনি ভাবে বিক্রি করার মামলায় সস্ত্রীক ১৪ বছর জেল হয় ইমরানের। এবার তৃতীয় মামলাতেও শাস্তি। পাক সংবাদসংস্থা সূত্রের খবর, আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ধর্মীয় নিয়ম অনুযায়ী 'ইদ্দত' বা বাধ্যতামূলক অপেক্ষার মেয়াদ পার করেননি বুশরা। তার আগেই ইমরানকে বিয়ে করেন। ফলে তাঁদের বিয়ে 'বৈধ' নয়। দু'জনকে ৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে বলেও খবর।
ফিরে দেখা...
২০১৮ সালের জানুয়ারি মাসে 'নিকাহ' সেরেছিলেন ইমরান খান ও বুশরা বিবি। তখনও পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে মাসসাতেক বাকি ইমরানের। প্রথমে, এই বিয়ের কথা অস্বীকার করলেও বেশ কয়েক সপ্তাহ পর তাঁর দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই বিষয়টি স্বীকার করে। তবে, বুশরা 'ইদ্দত'-র মেয়াদ পার করেছেন কিনা, এই নিয়ে একটি বিতর্ক ছিলই। যদিও স্বামী-স্ত্রী দু'জনেই এই ধরনের কোনও বিধিভঙ্গের কথা মানতে চাননি। এর মধ্যে এভাবে কোর্ট এই ফয়সালা শুনিয়ে দেওয়ায় আরও কিছুটা চাপ বাড়ল পিটিআই নেতার। আপাতত, রাওয়ালপিন্ডির জেলে রয়েছেন ইমরান। অন্য দিকে, বুশরা বিবিকে ইসলামাবাদে, দম্পতির 'ম্যানসনেই' অন্তরীণ রাখা হয়েছে। সেখানেই সাজার মেয়াদ কাটাচ্ছেন তিনি। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে আগামী ১০ বছর কোনও সরকারি পদে থাকতে পারবেন না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। কিন্তু একটি বিষয় এখনও স্পষ্ট নয়। এই কারাদণ্ডের মেয়াদ কি তিনি এক সঙ্গেই ভোগ করবেন? নাকি একটি মেয়াদ শেষ হলে আর একটি শুরু হবে? প্রসঙ্গত, গত বছর অগাস্ট মাসে গ্রেফতার হন ইমরান। তার পর থেকে জেলেই রয়েছেন তিনি। গত মঙ্গলবার জেলের ভিতরেই মামলার শুনানি চলছিল। সেখানেই ইমরানকে প্রথম সাজা শোনানো হয়।
আরও পড়ুন:বুর্জ খলিফায় প্রথম বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত, গর্বিত বঙ্গবাসী!