Baguiati Fire News: রুম হিটার থেকে আচমকাই জ্বলল... বাগুইআটির ভিআইপি রোড সংলগ্ন একটি বহুতলে আগুন!
বহুতলে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। শীতের রাতে আবাসন থেকে নেমে আসেন বাসিন্দারাও

কলকাতা: ভোররাতে বাগুইআটির ভিআইপি রোড সংলগ্ন একটি বহুতলে আগুন লাগে। আবাসনের সাততলায় ওই বাড়িতে দুজন যুবক-যুবতী ছিলেন। আগুন দেখতে পেয়ে দ্রুত বেরিয়ে আসেন তাঁরা।
বহুতলে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। শীতের রাতে আবাসন থেকে নেমে আসেন বাসিন্দারাও। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৬ টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রুম হিটার থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।
অন্যদিকে, মধ্যরাতে বিরাটি স্টেশন সংলগ্ন যদুবাবু বাজারে ভয়াবহ আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে যায় প্রায় ২০০ টি দোকান। রাত দেড়টা নাগাদ আগুন দেখতে পান বাজারের নিরাপত্তারক্ষীরা।
দ্রুত খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৭টি ইঞ্জিনের ৭ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কী থেকে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে দমকল। এর আগেও ২০০১ সালে আগুন লাগে ওই বাজারে। নতুন বছর শুরুর আগেই অগ্নিকাণ্ডে মাথায় হাত ব্যবসায়ীদের।






















