এক্সপ্লোর
Advertisement
অভিষেক বচ্চন শুরু করলেন বব বিশ্বাস-এর শ্যুটিং, ছবি ভাইরাল
ছবির প্রযোজনা করছেন সুজয় ঘোষ, গৌরব বর্মা ও গৌরী খান। পরিচালনায় আছেন অন্নপূর্ণা ঘোষ।
কলকাতা: আবার কলকাতার রাস্তায় সেই হাড়হিম করা ঠান্ডা মাথার খুনি বব বিশ্বাস। তবে শাশ্বত চট্টোপাধ্য়ায় নন, বব বিশ্বাসের চরিত্রে এবার দেখা যাবে অভিষেক বচ্চনকে। সোমবারই কলকাতা পৌঁছেছেন অভিষেক, ৯ ডিসেম্বর পর্যন্ত এখানে থাকবেন তিনি।
অভিষেককে শেষ দেখা গিয়েছে ব্রিদ: ইনটু দ্য শ্যাডোজ ছবিতে। তাঁর অভিনয় প্রশংসিতও হয়। কিন্তু অভিষেক উত্তেজিত তাঁর আগামী থ্রিলার ছবি বব বিশ্বাস নিয়ে। তাঁর বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিংহ। ছবির প্রযোজনা করছেন সুজয় ঘোষ, গৌরব বর্মা ও গৌরী খান। পরিচালনায় আছেন অন্নপূর্ণা ঘোষ। ছবির গল্প লিখেছেন সুজয় ঘোষ।
বিদ্যা বালানের থ্রিলার ছবি কহানি-তে দেখা মেলে বব বিশ্বাস নামে এক ছাপোষা খুনির। যে দশটা-পাঁচটা চাকরি করত, কাজের ফাঁকে ফাঁকে করত সুপারি কিলিং। কিন্তু কহানি-তে বেশিক্ষণ এগোয়নি ববের গল্প, গাড়িচাপা পড়ে মারা যায় সে। কিন্তু এই ছবিতে গল্প এগিয়েছে তাকে কেন্দ্র করেই।
শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট তৈরি করছে বব বিশ্বাস। করোনার জেরে ছবির প্রথম শিডিউল জানুয়ারিতে বন্ধ হয়ে যায়। জুলাইতে করোনা আক্রান্ত হন খোদ অভিষেক। কিন্তু এখন তিনি পুরোপুরি সুস্থ, কাজেও ফিরে গিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
হুগলি
জেলার
জেলার
Advertisement