Aadhaar card download : এবার যে কোনও সময় আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, দেখুন কীভাবে ?
আধার কার্ড। বিভিন্ন পরিষেবা পেতে অত্যাবশ্যাকীয় পরিচয়পত্র। কাজেই, এর গুরুত্ব অপরিসীম।
নয়া দিল্লি : আধার কার্ড। বিভিন্ন পরিষেবা পেতে অত্যাবশ্যাকীয় পরিচয়পত্র। কাজেই, এর গুরুত্ব অপরিসীম। এহেন কার্ডটিকে এবার আপনি অনলাইনে যে কোনও জায়গা থেকে, যে কোনও সময় ডাউনলোড করতে পারবেন। এমনই সুবিধা এনেছে ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। eaadhaar.uidai.gov.in/-এই লিঙ্কের মাধ্যমে ১২ ডিজিটের আধার কার্ড ডাউনলোড করতে পারবেন কার্ড হোল্ডাররা। অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই ব্যবস্থার কথা জানিয়েছে UIDAI।
আধার কার্ড ডাউনলোডের জন্য লিঙ্ক শেয়ার করে UIDAI ট্যুইটারে লিখেছে, https://eaadhaar.uidai.gov.in- থেকে যে কোনও সময়, যে কোনও জায়গা থেকে আধার কার্ড ডাউনলোড করুন। আপনি 'রেগুলার আধার' ডাউনলোড করতে পারেন। যাতে সম্পূর্ণ আধার নম্বর বা 'মাস্কড আধার' অর্থাৎ শেষের চারটি সংখ্যা দেখা যায়। UIDAI-এর ডাইরেক্ট লিঙ্কে গেলে আপনি মাস্কড আধার ডাউনলোড করতে পারবেন। যাতে আধারের প্রথম আটটি নম্বর লুকানো থাকবে।
অনলাইনে আধার কার্ড ডাউনলোড, দেখুন বিভিন্ন ধাপ :
অনলাইনে আধার কার্ড ডাউনলোড করার জন্য UIDAI এর ডাইরেক্ট লিঙ্ক- eaadhaar.uidai.gov.in/-এ যেতে হবে। ওটিপি-র মাধ্যমে লগইন করুন। তার পর কয়েকটি সহজ ধাপে এগোতে হবে। সেগুলি হল-
- UIDAI এর ডাইরেক্ট লিঙ্ক- eaadhaar.uidai.gov.in/-এ লগইন করুন।
- ১২ সংখ্যার আধার নম্বর দিন।
- যদি আপনার মাস্কড আধার কার্ডের প্রয়োজন হয়, তাহলে 'আই ওয়ান্ট এ মাস্কড আধার' অপশনের বামদিকের বক্সে টিক মারুন।
- সিকিউরিটি কোড বা ক্যাপচা দিন।
- 'সেন্ড ওটিপি'-তে ক্লিক করুন।
- আপনার আধার-রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে।
- ওটিপি দিন
- ওটিপি দেওয়ার পর আপনার কম্পিউটারের মনিটরে বা সেল ফোনের স্ক্রিনে আধার কার্ডের যাবতীয় তথ্য এবং আধার কার্ড ডাউনলোডের অপশন আসবে।
- ডাউনলোড অপশনে ক্লিক করুন এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য সেভ করুন।
উল্লেখ্য, আরও ৩ মাস বাড়ানো হয়েছে আধার-প্যান সংযোগের সময়সীমা। ৩০ জুনের বদলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সংযুক্তিকরণ। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। করোনা অতিমারির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।