Railways New Rule: ১ অক্টোবর থেকে আধার কার্ড মাস্ট, অনলাইনে রিজার্ভড জেনারেল টিকিট বুকিংয়ে বড় ঘোষণা রেলমন্ত্রকের
Indian Railways: এই মুহূর্তে শুধু তৎকাল বুকিংয়ের ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যায়। পয়লা অক্টোবর থেকেই এই নিয়ম লাগু হতে চলেছে।

নয়াদিল্লি : অনলাইন টিকিং বুকিং নিয়ে নতুন ঘোষণা রেলমন্ত্রকের। কোনও ট্রেনের জন্য বুকিং খুলে যাওয়ার পর প্রথম ১৫ মিনিটেই IRCTC ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে রিজার্ভড জেনারেল টিকিট বুক করা যাবে। তবে মন্ত্রক এও জানিয়ে দিয়েছে যে, আধার-যাচাইকৃত ব্যবহারকারীরাই অ্যাপের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন। এই মুহূর্তে শুধু তৎকাল বুকিংয়ের ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যায়। পয়লা অক্টোবর থেকেই এই নিয়ম লাগু হতে চলেছে।
মন্ত্রকের তরফে এক সার্কুলারে বলা হয়েছে, রিজার্ভেশন ব্যবস্থার সুবিধা যাতে সাধারণ ব্যবহারকারীর কাছে পৌঁছায় এবং অসাধু ব্যক্তিরা যাতে এর অপব্যবহার না করে তা নিশ্চিত করার লক্ষ্যে, ১.১০.২০২৫ থেকে, সাধারণ রিজার্ভেশন খোলার প্রথম ১৫ মিনিটের মধ্যে, সংরক্ষিত সাধারণ টিকিট ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এর ওয়েবসাইট/এর অ্যাপের মাধ্যমে শুধুমাত্র আধার অনুমোদিত ব্যবহারকারীরাই বুক করতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
A big step towards a smoother ticket-booking experience! pic.twitter.com/KEIBp48710
— Ministry of Railways (@RailMinIndia) September 16, 2025
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, ১৫ মিনিটের পরে, অনুমোদিত টিকিট এজেন্টদের অনলাইনে টিকিট বুক করার অনুমতি দেওয়া হবে। উল্লেখযোগ্যভাবে, ভারতীয় রেলওয়ের কম্পিউটারাইজড পিআরএস কাউন্টারের মাধ্যমে সাধারণ সংরক্ষিত টিকিট বুকিংয়ের সময়সূচিতে কোনও পরিবর্তন হবে না।
আধিকারিকরা স্পষ্ট করে বলেছেন যে, রেল মন্ত্রণালয় ইতিমধ্যেই এজেন্টদের কাউন্টার থেকে সাধারণ রিজার্ভেশন বুক করার জন্য ১০ মিনিটের বিধিনিষেধ আরোপ করেছে। "সার্কুলারে উক্ত বিধিনিষেধ বহাল রাখা হয়েছে," এক কর্মকর্তা জানিয়েছেন।
মন্ত্রকের এক আধিকারিক বলেন, "এর আগে, আমরা একটি সার্কুলার জারি করে তৎকাল বুকিংয়ের জন্য ১৫ মিনিটের সীমাবদ্ধতা আরোপ করেছিলাম। সেই আদেশের সুবিধা বিবেচনা করে, আমরা এখন সাধারণ রিজার্ভেশন বুকিংয়ের ক্ষেত্রেও এই সুবিধাটি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছি।"
প্রতিদিনই লক্ষাধিক মানুষ ট্রেনে যাতায়াত করে। ভারতে রেল পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে। এদিকে অনেকসময়ই তাড়াহুড়োয় টাকা নিয়ে বেরনো হয় না। কিংবা দূরপাল্লার ট্রেনে অতিরিক্ত টাকা নিয়ে যেতে আমরা ভয় পাই অনেকেই। সেই বিষয়টি মাথায় রেখেই গত এপ্রিল মাসে বড় উদ্যোগ নেয় রেল। ট্রেনেই এটিএম বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলের নয়া সিদ্ধান্ত মতোই মুম্বাই-মন্মদ পঞ্চবটী এক্সপ্রেসে বসে এটিএম। এটি ভারতের প্রথম ট্রেন যেখানে এই এটিএম পরিষেবার ব্যবস্থা করা হয়।























