এক্সপ্লোর
Advertisement
'নারদকাণ্ডে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ', কাকলি, শোভন, সুব্রত সহ ১০ জনকে সিবিআই-তলব
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নারদকাণ্ডে ১৩ জন অভিযুক্তের মধ্যে ১০ জনকে আগামী সপ্তাহের মধ্যে তলব করা হয়েছে। তালিকায় রয়েছে কাকলি ঘোষ দস্তিদার, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অপরূপা পোদ্দার, শুভেন্দু অধিকারী, ইকবাল আহমেদ, সৌগত রায়, মদন মিত্র, আইপিএস অফিসার এসএমএইচ মির্জা সহ ১০ জনের নাম। সিবিআই সূত্রে খবর, ফিরহাদ হাকিমের কণ্ঠস্বরের নমুনা আগেই সংগ্রহ করা হয়েছে।
কলকাতা: নারদকাণ্ডে ১০ জন অভিযুক্তকে তলব করল সিবিআই। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য তলব, খবর সিবিআই সূত্রে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নারদকাণ্ডে ১৩ জন অভিযুক্তের মধ্যে ১০ জনকে আগামী সপ্তাহের মধ্যে তলব করা হয়েছে। তালিকায় রয়েছে কাকলি ঘোষ দস্তিদার, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অপরূপা পোদ্দার, শুভেন্দু অধিকারী, ইকবাল আহমেদ, সৌগত রায়, মদন মিত্র, আইপিএস অফিসার এসএমএইচ মির্জা সহ ১০ জনের নাম। সিবিআই সূত্রে খবর, ফিরহাদ হাকিমের কণ্ঠস্বরের নমুনা আগেই সংগ্রহ করা হয়েছে।
বুধবার দিল্লিতে মুকুল রায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সারদা ও নারদকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয় বলে দাবি সিবিআইয়ের দুই সূত্রের। তবে সিবিআইয়ের দাবি, নারদকাণ্ডের স্টিং অপারেশনের ফুটেজে মুকুল রায়কে টাকা নিতে দেখা যায়নি, তাই এখন তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হচ্ছে না। অন্যদিকে নারদকাণ্ডে ফের শোভন চট্টোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। ৩১ অগাস্ট সিজিও কমপ্লেক্সে হাজিরার নোটিস পাঠানো হয়েছে অধুনা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে। নারদকাণ্ডে আগেও শোভনকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। দু’বার জিজ্ঞাসাবাদে প্রশ্নের জবাব না মেলায় ফের তলব বলে খবর সিবিআই সূত্রে।
নারদকাণ্ডে তলব করা হয়েছে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকেও। ২ সেপ্টেম্বর সিবিআই দফতরে হাজির হতে হবে তাঁকে। নোটিস পেয়েছি, অবশ্যই যাব, জানিয়েছেন তৃণমূল সাংসদ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
অটো
ব্যবসা-বাণিজ্যের
Advertisement