এক্সপ্লোর
হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিরক্ষামন্ত্রীকে খুনের প্ল্যান, ২ জনকে গ্রেফতার করল উত্তরাখণ্ড পুলিশ

পিথোরগড় (উত্তরাখণ্ড): প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের উত্তরাখন্ড সফরের প্রাক্কালে হোয়াটসঅ্যাপে তাঁকে খুনের প্ল্যান পাঠানোর ব্যাপারে দুজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে রাজ্যে সেবা দিবস কর্মসূচির আওতায় ধরচুলায় একটি মেগা মেডিকেল ক্যাম্প উদ্বোধন করতে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী। গতকাল রাতেই পুলিশকে তাঁকে খুনের প্ল্যানের ব্যাপারে সতর্ক করা হয়। পিথোরগড়ের এসপি রামচন্দ্র রাজগুরু বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার বার্তার ব্যাপারে জানার পরই আজ সকালে তিনি আসার আগে আমরা ওই দুজনকে শনাক্ত করে গ্রেফতার করি। ওদের ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (ফৌজদারি ভীতিপ্রদর্শন) ও তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ ধারায় অভিযুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ওদের একজনের পাঠানো বার্তায় বলা হয়েছে, আমি সীতারামনকে গুলি করব, আগামীকাল হবে ওর শেষদিন। রাজগুরু জানান, ওদের অপরাধমূলক কাজকর্মের অতীত রেকর্ড বা ওদের কাছে কোনও অস্ত্রশস্ত্র আছে কিনা, জানার চেষ্টা হচ্ছে। সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে রাজগুরু জানান, তদন্ত চললেও প্রাথমিক ভাবে মনে হচ্ছে, মাতাল অবস্থায় ওই দুজন নিজেদের মধ্যে ওই মেসেজ চালাচালি করছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















