এক্সপ্লোর
Advertisement
Lok Sabha Elections 2024: লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন, আগামী মাস থেকে ১২০ দিনের জন্য সারা দেশে যাত্রা শুরু করবেন নাড্ডা
JP Nadda will go to every State of the country with a goal to make the party stronger. | ২০১৯-এর লোকসভা নির্বাচনে যে কেন্দ্রগুলিতে বিজেপি জিততে পারেনি, সেগুলির উপর বেশি জোর দেবেন নাড্ডা।
নয়াদিল্লি: দেশে পরবর্তী লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৪ সালে। কিন্তু এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিচ্ছে বিজেপি। এই প্রস্তুতিতে কোনওরকম খামতি থাকুক, এটা চায় না কেন্দ্রের শাসক দল। পরবর্তী লোকসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে আগামী মাস থেকে ১২০ দিনের জন্য সারা দেশে যাত্রা শুরু করছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। ৫ ডিসেম্বর উত্তরাখণ্ড থেকে এই যাত্রা শুরু হতে পারে।
আজ সাংবাদিক বৈঠকে বিজেপি সাধারণ সম্পাদক অরুণ সিংহ বলেছেন, ‘১২০ দিনের এই যাত্রায় দেশের প্রতিটি রাজ্যে যাবেন নাড্ডা। সব রাজ্যেই তিনি ১১ থেকে ১৪টি করে জনসভা বা কর্মসূচিতে যোগ দেবেন। দলের নিচুতলার কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য তিনি বুথ কমিটি, মণ্ডল সমিতি ও জেলা স্তরে বৈঠক করবেন।’
বিজেপি সাধারণ সম্পাদক আরও জানিয়েছেন, ‘২০১৯-এর লোকসভা নির্বাচনে যে কেন্দ্রগুলিতে বিজেপি জিততে পারেনি, সেগুলির উপর বেশি জোর দেবেন নাড্ডা। তিনি রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির বিষয়টিও দেখবেন। তিনি বিধায়ক ও দলীয় নেতাদের সঙ্গে কথা বলবেন। দেশের প্রতিটি প্রান্তে দলকে শক্তিশালী করে তোলা এবং নিচুতলার কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলাই তাঁর এই সফরের উদ্দেশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলি চালু করেছে, তার সুফল যাতে সবার কাছে পৌঁছয় এবং সে বিষয়ে দলীয় কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেটা নিশ্চিত করাও নাড্ডার লক্ষ্য।’
বিজেপি সাধারণ সম্পাদক আরও জানিয়েছেন, সারা দেশে ঘুরে প্রতিটি জেলায় দলীয় সভাপতির সঙ্গে বৈঠক করবেন নাড্ডা। তিনি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও দেখা করবেন। এই সফরের সময় করোনা-সতর্কতা মেনে চলা হবে। প্রয়োজনে ভার্চুয়াল বৈঠকেরও আয়োজন করা হবে। দলের সোশ্যাল মিডিয়া বিভাগের কর্মীদের সঙ্গেও দেখা করতে পারেন নাড্ডা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement