TMC News: মালদায় তৃণমূল নেতা হত্যার ঘটনায় গ্রেফতার আরও ২
ABP Ananda Live: মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও ২। ধৃত ২ জনের নাম অভিজিৎ ঘোষ ও অমিত রজক। ধৃত অভিজিৎ ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা। অপর ধৃত অমিত রজক ঝলঝলিয়া রেলওয়ে কলোনির বাসিন্দাষ খুনে ব্যবহৃত বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ নিয়ে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। ধৃত ২ জনের বিরুদ্ধে আততায়ীদের থাকার জায়গা, বাইক দেওয়ার অভিযোগ। খুনে ব্যবহৃত অস্ত্র লোপাট করাতেও সাহায্য করেছিল এই ২ জন, দাবি পুলিশের। খুনের পর আততায়ীরা কোন রাস্তা দিয়ে পালাবে, সেই ছকও তৈরি করে দেন অভিজিৎ-অমিত, খবর পুলিশ সূত্রে।
আরও খবর, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছিলেন। অভিযোগ সেই কারণেই হুগলি থেকে দার্জিলিংয়ের প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়া হয়েছিল ধনেখালির চাইল্ড ডেভেলপমেন্ট অফিসের গ্রুপ ডি কর্মী সুবীর সাহাকে। আজ বদলির সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা SAT। এই নির্দেশকে নিজেদের সাময়িক জয় বলেই দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চ।