এক্সপ্লোর
Advertisement
গুয়াহাটি স্টেশনে ধৃত ৩১ সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, জেরায় জানিয়েছে, ভারতে এসেছে ২-৩ বছর আগে
গুয়াহাটি: গুয়াহাটি রেলস্টেশন থেকে আগরতলার ট্রেন ধরার সময় গ্রেফতার সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একটি দল। সোমবার ৩১ জনের দলটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠতে যাচ্ছিল। তখনই তাদের পাকড়াও করা হয় বলে গুয়াহাটিতে জানিয়েছেন রেল পুলিশের ডিএসপি ইফতিকার আলি। ধৃতদের দলে আট মহিলা, ১৩টি শিশু রয়েছে।
পুলিশকর্তাটি বলেন, ওরা ভারতীয় নাগরিকত্বের বৈধ নথিপত্র দেখাতে পারেনি। জেরায় বাংলাদেশের খুলনার বাঘেরহাট থেকে এ দেশে অবৈধ ভাবে ঢোকার কথা স্বীকার করেছে, জানিয়েছে ভারতে অনুপ্রবেশ করেছে ২-৩ বছর আগে। প্রথমে তারা যায় বেঙ্গালুরু, সেখানে ছুটকো ছাটকা কাজকর্ম করতে পেট চালাত। গত রবিবার সকালে বেঙ্গালুরু এক্সপ্রেসে গুয়াহাটি আসে, রাতটা কাটায় প্ল্যাটফর্মে। তারা আগরতলা হয়ে বাংলাদেশে নিজেদের বাড়ি ফিরছিল, এ নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement