এক্সপ্লোর
Advertisement
দিল্লিতে প্রবল শিলাবৃষ্টির জেরে ঘুরিয়ে দেওয়া হল ৩৮টি উড়ান
নয়াদিল্লি: দিল্লি-এনসিআর অঞ্চলে বৃহস্পতিবার প্রবল শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসের ফলে ব্যাহত হল উড়ান পরিষেবা। এদিন সন্ধে ৬টা থেকে ৮.৪৫ মিনিটের মধ্যে ৩৮টি উড়ান অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। আরও কয়েকটি উড়ান দু’ঘণ্টারও বেশি বিলম্বিত হয়।
দিল্লি বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, কাছাকাছি শহরগুলির বিমানবন্দরগুলিতে ২৩টি ঘরোয়া এবং ৯টি আন্তর্জাতিক উড়ান ঘুরিয়ে দেওয়া হয়। এছাড়া আরও ৬টি উড়ান ঘুরিয়ে দেওয়া হয়। সেগুলি হয় ব্যক্তিগত বিমান, না হলে বায়ুসেনার বিমান। একটি চার্টার্ড প্লেনে যোধপুর থেকে দিল্লি আসছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। সেই বিমানটি জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়। পরে অন্য একটি বিমানে দিল্লি আসেন খট্টার।
অন্যদিকে, মুম্বই বিমানবন্দরের দু’টি রানওয়ে সংস্কারের জন্য বন্ধ থাকায় ২৩০টি উড়ান বাতিল করা হয়েছে। আজ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংস্কারের জন্য দু’টি রানওয়েই বন্ধ থাকবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement