গত ১৫ বছর সঠিক তথ্য পেশ করা হয়নি, পাকিস্তানে সক্রিয় ছিল ৪০টি জঙ্গি সংগঠন, স্বীকারোক্তি ইমরানের
পাক প্রধানমন্ত্রীর সাফাই, গোটা বিষয়টিই পাক সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছিল। মার্কিন সফরে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক এই তথ্য কবুল করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
ওয়াশিংটন: পাকিস্তানে সক্রিয় ছিল ৪০টি জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপ নিয়ে গত ১৫ বছর আমেরিকাকে সঠিক তথ্য দেওয়া হয়নি। প্রথমবার আন্তর্জাতিক মহলের সামনে একথা মানল পাকিস্তান। আমেরিকাকে সঠিক জঙ্গি-তথ্য সরবরাহ না করা নিয়ে পাক প্রধানমন্ত্রীর সাফাই, গোটা বিষয়টিই পাক সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছিল। মার্কিন সফরে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক এই তথ্য কবুল করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার লড়াই লড়েছি। ৯/১১-তে আমাদের কোনও ভূমিকা নেই। আল-কায়দা আফগানিস্তানে ছিল। পাকিস্তানে কোনও তালিবান নেই। তবুও আমরা মার্কিন লড়াইয়ে সামিল হয়েছিলাম। দুর্ভাগ্যবশত, পরিস্থিতি যখন পরিপন্থী হল, তখন আমরা আমেরিকাকে সঠিক তথ্য পেশ করিনি। আমাদের সরকার বাস্তব পরিস্থিতি তুলে ধরেনি। প্রসঙ্গত ক্যাপিটল হিলে বক্তব্য রাখছিলেন পাক প্রধানমন্ত্রী। সেখানে ইমরান স্বীকার করে নেন, পাকিস্তানের মাটিতে প্রায় ৪০টি জঙ্গিগোষ্ঠী সক্রিয় রয়েছে। তিনি বলেন, পাকিস্তানের মধ্যে ৪০টির মতো বিভিন্ন জঙ্গিগোষ্ঠী সক্রিয় ছিল। পাকিস্তানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে আমাদের মতো মানুষ ভাবতে শুরু করেছিলেন, যে তাঁরা আদৌ বাঁচবেন কি না। মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল, আমরা ওদের লড়াই লড়ি। কিন্তু, আদতে পাকিস্তান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়ছিল। ইমরান জানিয়েছেন, তালিবানের সঙ্গে শান্তি-আলোচনার প্রক্রিয়া শুরু করতে তাঁর সরকার যথেষ্ট চেষ্টা চালাচ্ছে। তবে একইসঙ্গে এ-ও স্বীকার করেন যে, তা একেবারে সহজ নয়।