এক্সপ্লোর
Advertisement
নয়াদিল্লির এইমসে করোনা আক্রান্ত ৪৭৯ জন স্বাস্থ্যকর্মী! সুরক্ষার দাবিতে বিক্ষোভ
কনটেনমেন্ট জোন ছাড়া দেশের প্রায় সব জায়গায় শুরু হয়েছে আনলক ১। সেই সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কেবল সাধারণ মানুষ নয়, কোভিড আক্রান্তের চিকিৎসা করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংক্রামিত হবার খবর। এবার সেই উদ্বেগ বাড়িয়ে দিয়ে নয়াদিল্লির এইমস হাসপাতালের ৪৭৯ জন স্বাস্থ্যকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এলো।
নয়াদিল্লি: কনটেনমেন্ট জোন ছাড়া দেশের প্রায় সব জায়গায় শুরু হয়েছে আনলক ১। সেই সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কেবল সাধারণ মানুষ নয়, কোভিড আক্রান্তের চিকিৎসা করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংক্রামিত হবার খবর। এবার সেই উদ্বেগ বাড়িয়ে দিয়ে নয়াদিল্লির এইমস হাসপাতালের ৪৭৯ জন স্বাস্থ্যকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এলো।
করোনা সংক্রমণ ছড়াবার শুরু থেকে চিকিৎসায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে নয়াদিল্লির এইমস হাসপাতাল। সেখান থেকেই এর আগে একাধিকবার সামনে এসেছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংক্রামিত হবার খবর। এবার ৪৭ জন নার্স, ৮৬ হাসপাতালের কর্মচারী, ৬২ স্যানিটাইজসনের কাজের সঙ্গে যুক্ত মানুষ ও ৭৭ নিরাপত্তারক্ষী মিলিয়ে মোট ৪৭৯ জনের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এলো।
এদিন হাসপাতালের ডিরেক্টরের ঘরের বাইরে জমা হয়ে বিক্ষোভ দেখান নার্স ইউনিয়নের সদস্যরা। আরও বেশি সুরক্ষার দাবি জানান তাঁরা। স্বাস্থ্যকর্মীদের নিজেদের স্বাস্থ্যই যদি বিপদের মুখে পড়ে তবে কোভিডের চিকিৎসা হওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে দেশ জুড়ে। ছুটি, সুরক্ষা ইত্যাদির দাবিতে জুনের ১৫ তারিখ অবধি এই বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে। ইউনিয়নের সভাপতি হরিশ কাজলা জানান, 'আমরা এই কঠিন পরিস্থিতিতে বিক্ষোভের পক্ষপাতি নই, কিন্তু আমাদের দাবি পূরণ করতে ব্যর্থ হচ্ছে হাসপাতাল প্রশাসন। এর ফলে জীবন বিপন্ন হচ্ছে স্বাস্থ্যকর্মীদেরই।'
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement