এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে হত ৫ লস্কর ও হিজবুল জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত ৫ লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিন জঙ্গি। কুলগামের চৌগামে ওই সংঘর্ষ শেষ হওয়ার পর ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র ও রীতিমতো যুদ্ধ চালানোর মতো অস্ত্রভান্ডারের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এক কর্তা।
আজ ভোরে ওখানে কয়েকজন সন্ত্রাসবাদীর গা ঢাকা দিয়ে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে তল্লাসি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। তাদের টার্গেট করে সন্ত্রাসবাদীরা গুলি চালাতে শুরু করলে জওয়ানরাও পাল্টা গুলি চালান। গুলিযুদ্ধ চলে।
নিরাপত্তাবাহিনীর এক কর্তা ৫ জঙ্গির নিকেশ হওয়াকে তাঁদের বড় সাফল্য হিসাবে দাবি করেছেন, জানিয়েছেন, নিহতরা হিজবুল, লস্কর বাহিনীর।
খতম হওয়া সন্ত্রাসবাদীদের অধিকাংশই দুজন ব্যাঙ্ককর্মী ও বেশ কয়েকজন পুলিশকর্মীর হত্যা সহ একাধিক জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল বলে জানান তিনি। এও জানান, ওরা ব্যাঙ্ক ডাকাতি ও অস্ত্র লুঠেও জড়িত ছিল।
এদিকে সংঘর্ষস্থলের আশপাশের মহল্লা থেকে আচমকা সেখানে চড়াও হয় স্থানীয় যুবকরা। নিরাপত্তাবাহিনীর দিকে তারা পাথর ছুঁড়তে থাকে। তাদের সঙ্গে সংঘর্ষ হয় জওয়ানদের। কয়েকজন যুবক জখম হয়েছে বলে জানান বাহিনীর এক কর্তা।
এদিকে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় বারামুল্লা ও কাজিগুন্ডের মধ্যে ট্রেন যোগাযোগ বাতিল করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement