এক্সপ্লোর
Advertisement
গ্রেটার নয়ডা থেকে আটক বেআইনিভাবে বসবাস করা ৬০ বিদেশি, ফেরানো হবে দেশে
আজ সকালে পুলিশ ও স্থানীয় তদন্তকারী দল চারটি আবাসনে তল্লাশি চালায়।
নয়ডা: বৈধ নথি ছাড়া বসবাস করার অভিযোগে গ্রেটার নয়ডা থেকে আটক করা হল ৬০ জন বিদেশিকে। তাঁদের মধ্যে ২৮ জন মহিলা। আটক ব্যক্তিদের মধ্যে একজন ফিলিপিন্সের নাগরিক। বাকি সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। আটক ব্যক্তিদের মধ্যে নাইজেরিয়া, কেনিয়া, তানজানিয়া, জাম্বিয়া, আইভরি কোস্ট, অ্যাঙ্গোলার নাগরিকরা রয়েছেন। তাঁদের নিজেদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
গৌতম বুদ্ধ নগরের সিনিয়র পুলিশ সুপার বৈভব কৃষ্ণ জানিয়েছেন, ‘গ্রেটার নয়ডায় জাল বা অবৈধ নথি নিয়ে ৬০ জন বিদেশি বাস করছিলেন। তাঁদের সঙ্গে মাদক পাচারকারীদের যোগ রয়েছে বলে পুলিশের সন্দেহ। আজ ভোর পাঁচটা থেকে তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়। সকাল আটটা পর্যন্ত চলে এই অভিযান। ৬০ জন বিদেশিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজন ফিলিপিন্সের নাগরিক। বাকি সবাই আফ্রিকার নাগরিক। ধৃতদের মধ্যে একজনের কাছ থেকে জাল পাসপোর্ট পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট দেশগুলির দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ধৃত ব্যক্তিদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে।’
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘আজ সকালে পুলিশ ও স্থানীয় তদন্তকারী দল চারটি আবাসনে তল্লাশি চালায়। ‘অপারেশন ক্লিন’-এর দশম তল্লাশি অভিযান ছিল এটি। ৩২০ জন বিদেশির ভিসা ও পাসপোর্ট খতিয়ে দেখা হয়। তাঁদের মধ্যে ৬০ জনের নথি অবৈধ বা সন্দেহজনক মনে হয়। অনেকে আবার নথি দেখাতে অস্বীকার করেন। এই ৬০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement