DA Hike:উৎসবের উপহার! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৩ শতাংশ
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) তিন শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। এরফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হবে ৩১ শতাংশ।
নয়াদিল্লি: দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) তিন শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। এরফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ২৮ শতাংশ থেকে বেড়ে হবে ৩১ শতাংশ। বর্দ্ধিত মহার্ঘ ভাতা চলতি বছরের এক জুলাই থেকে কার্যকর হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। সুবিধা পাবেন ৬৮ লক্ষ পেনশনভোগীও।
Bitcoin: ফের রেকর্ড গড়ল বিটকয়েন, জেনে নিন ক্রিপ্টোকারেন্সির সাত-সতেরো
মূল বেতন বা পেনশনের বর্তমান হার ২৮ শতাংশের ওপর ৩ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগারের প্রতি প্রতি বছর ৯,৪৮৮.৭০ কোটি টাকা বাড়তি খরচ হবে।
Google Pixel 6 Series: ভারতে আসছে না পিক্সেল ৬ সিরিজ, জানিয়ে দিল গুগল
এদিন জানা গিয়েছিল যে,, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ তিন শতাংশ বাড়তে পারে। সেই মতো এদিন মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদিত হল। এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের খুশি করবে।
Car Loan Festive Offer: আরও কমে গাড়ির লোন, দেখে নিন কোন ব্যাঙ্কে সুদের হার কত ?
গত জুলাই মাসে সরকার কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের বকেয়া ডিএ ও ডিআর বৃদ্ধির অনুমোদন দিয়েছিল। করোনা আবহে প্রায় এক বছর ডিএ ও ডিআর বৃদ্ধি স্থগিত ছিল। গত জুলাইয়ে শেষপর্যন্ত এক্ষেত্রে বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছিল।
করোনা অতিমারির ধাক্কায় রাজস্ব সংগ্রহে ঘাটতি হওয়ায় ২০২০ সালে কেন্দ্র সরকার সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের ডিএ ও ডিআর বৃদ্ধি সাময়িকভাবে স্থগিত রেখেছিল। জুলাইতে ডিএ ও ডিআর ফের বৃদ্ধির সিদ্ধান্তে উপকৃত হয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকরা।