এক্সপ্লোর
ট্রাইপড নেই, নিজের মতো ব্যবস্থা করে অনলাইন ক্লাস শিক্ষিকার, উচ্ছ্বসিত প্রশংসা সোশ্যাল মিডিয়ায়
করোনাভাইরাস অতিমারির সময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ডিজিটাল লার্নি শুরু করেছে। স্কুল-কলেজ বন্ধ। লক্ষ লক্ষ মানুষের সঙ্গে পড়ুয়ারাও গৃহবন্দি। এই অবস্থায় শিক্ষক-শিক্ষিকারা ভার্চুয়াল ক্লাস করছেন বা তাঁদের পাঠ রেকর্ড করিয়ে পড়ুয়াদের কাছে পৌঁছে দিচ্ছেন।
নয়াদিল্লি: করোনাভাইরাস অতিমারির সময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ডিজিটাল লার্নি শুরু করেছে। স্কুল-কলেজ বন্ধ। লক্ষ লক্ষ মানুষের সঙ্গে পড়ুয়ারাও গৃহবন্দি। এই অবস্থায় শিক্ষক-শিক্ষিকারা ভার্চুয়াল ক্লাস করছেন বা তাঁদের পাঠ রেকর্ড করিয়ে পড়ুয়াদের কাছে পৌঁছে দিচ্ছেন। এই কাজে কিন্তু উপযুক্ত ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের অভাবের মতো বহু চ্যালেঞ্জ রয়েছে। আর এরইমধ্যে রসায়ণের এক শিক্ষিকা দূরে থাকা পড়ুয়াদের কাছে পড়া পৌঁছে দেওয়ার কাজে নিজের মতো ব্যবস্থা করে নিয়েছেন। যা, সোশ্যাল মিডিয়ায় প্রশংসা আদায় করে নিয়েছে।
পুনের এই রসায়নের শিক্ষিকার নাম মৌমিতা বি। এক সপ্তাহ আগে লিঙ্কডইনের মাধ্যমে জানিয়েছিলেন যে, করোনাভাইরাস লকডাউনের মধ্যে তিনি কীভাবে অনলাইন ক্লাস করেছেন। এ ব্যাপারে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তাঁকে চকবোর্ডে লিখতে পাঠ্যসূচীর ব্যাখ্যা দিয়ে লিখতে দেখা গিয়েছে। কিন্তু তাঁর কাছে কোনও ট্রাইপড নেই। এই পরিস্থিতি চকবোর্ড যাতে পড়ুয়ারা দেখতে পায়, সেজন্য নিজের মতো করে একটা ব্যবস্থা করে নিয়েছেন তিনি। জামাকাপড় ঝোলানের হ্যাঙ্গারে তাঁর ফোনটি বেঁধে দেন। এরপর সিলিং থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে এখটি প্ল্যাস্টিকের চেয়ারের সঙ্গে বেঁধে অস্থায়ী ট্রাইপড তৈরি করে নেন তিনি। এরফলে তিনি বোর্ডে যা লিখছেন, তা তাঁর পড়ুয়াদের দেখতে কোনও অসুবিধা হয়নি।
তাঁর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে। এভাবে নিজের মতো করে অললাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে নেওয়ায় সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন ওই শিক্ষিকা। আসলে পড়ুয়াদের জন্য দায়বদ্ধতা থেকে যে উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়েছেন, তা সবার নজর কেড়ে নিয়েছে।
ওই ভিডিও-র স্ক্রিনশট একদিন আগে ট্যুইটারেও সামনে এসেছে। ইউজাররা ওই শিক্ষিতার প্রশংসায় পঞ্চমুখ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement