এক্সপ্লোর
চোর সন্দেহে ভাঙড়ের কাশীপুরে গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ৪
হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় গৃহবধূর।

ভাঙড়: চোর সন্দেহে ভাঙড়ের কাশীপুরে গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ। গ্রেফতার মূল অভিযুক্ত সহ চার। মৃতের বয়স ৩৫ বছর। গুরুতর জখম মৃতের স্বামী। অভিযোগ, বৃহস্পতিবার স্থানীয় ব্যবসায়ী মইদুল মোল্লার টায়ারের দোকান থেকে ২ লক্ষ টাকা চুরি হয়। সন্দেহের তালিকায় ছিলেন মৃতের স্বামী। অভিযোগ, চোর সন্দেহে গতকাল তাঁর উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করেন ওই ব্যবসায়ী। পরে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকেও বেধড়ক মারধর করা হয়। মারের চোটে দু’জনেই গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় গৃহবধূর। এই ঘটনা ঘিরে রাতে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সহ চারজনকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















