এক্সপ্লোর
Advertisement
করোনার জের, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার নেতিবাচক হতে পারে, জানাল রেটিং সংস্থা ফিচ
এর আগে অপর একটি রেটিং সংস্থা মুডিজও জানিয়েছে, ভারতে বিনিয়োগ সংক্রান্ত গ্রেড ২২ বছরে সর্বনিম্ন।
নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে আর্থিক মন্দার ভ্রূকুটি। এর ধাক্কা লাগতে পারে ভারতীয় অর্থনীতিতেও। আর্থিক বৃদ্ধির হার নেতিবাচক হবে বলে আজ জানিয়ে দিল আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ। এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে ভারতের আর্থিক বৃদ্ধির হার স্থিতিশীল বলে মনে করা হলেও, করোনার জেরে আর্থিক বৃদ্ধির সম্ভাবনা কমে গিয়েছে। ভারতের উপর ঋণের বোঝাও বাড়তে পারে বলে জানিয়েছে এই রেটিং সংস্থা।
এর আগে অপর একটি রেটিং সংস্থা মুডিজও জানিয়েছে, ভারতে বিনিয়োগ সংক্রান্ত গ্রেড ২২ বছরে সর্বনিম্ন। এবার ফিচও ভারতের আর্থিক বৃদ্ধির হার নেতিবাচক বলে চিহ্নিত করায় ভারতীয় অর্থনীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফিচের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘করোনা ভাইরাস অতিমারী এ বছর ভারতের আর্থিক বৃদ্ধির উপর প্রভাব ফেলেছে। ভারতের সামনে আর্থিক বৃদ্ধির হার কমে যাওয়ার চ্যালেঞ্জের পাশাপাশি ঋণের বোঝা বেড়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।’
করোনা সংক্রমণ মোকাবিলায় এ বছরের ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে জারি ছিল লকডাউন। ফলে আর্থিক কার্যকলাপ পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। ১ জুন থেকে আনলক-১ জারি হলেও, এখনও পর্যন্ত সারা দেশে পুরোদমে ব্যবসা-বাণিজ্য শুরু হয়নি। চলতি অর্থবর্ষে আর্থিক কার্যকলাপ পাঁচ শতাংশ কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফিচ। পরবর্তী অর্থবর্ষে আর্থিক কার্যকলাপ বৃদ্ধি পেয়ে ৯.৫ শতাংশে পৌঁছতে পারে বলেও জানানো হয়েছে। তবে তার আগে চলতি অর্থবর্ষের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement