RG Kar News: কিঞ্জল নন্দর সম্পর্কে একাধিক তথ্য চেয়ে RG Kar মেডিক্যালের অধ্যক্ষ, স্বাস্থ্য সচিবকে চিঠি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: প্রথমে আসফাকুল্লা নাইয়া। আর এবার কিঞ্জল নন্দ। উপরমহলের স্ক্য়ানারে আর জি কর আন্দোলনের আরও এক জুনিয়র চিকিৎসক। রাজ্য মেডিক্যাল কাউন্সিল সূত্রে খবর, কিঞ্জল নন্দর সম্পর্কে একাধিক তথ্য চেয়ে আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ, স্বাস্থ্য সচিব এবং নবান্নে চিঠি পাঠানো হয়েছে। আসফাকুল্লার পর আমাকে টার্গেট। প্রতিক্রিয়া কিঞ্জল নন্দর।
কলকাতায় ভুয়ো কল সেন্টার খুলে বিদেশে কোটি কোটি টাকার 'প্রতারণা'
কলকাতায় ভুয়ো কল সেন্টার খুলে বিদেশে কোটি কোটি টাকার 'প্রতারণা' । রাজ্য পুলিশের সাইবার ক্রাইমের অভিযান, ভুয়ো কল সেন্টারের হদিশ । 'কলকাতায় ভুয়ো কল সেন্টার খুলে আমেরিকা, ইংল্যান্ডে প্রতারণা'
মাইক্রোসফটের টেকনিক্যাল সার্পোটের নাম করে প্রতারণার অভিযোগ । নিউটাউনের ২টি বিল্ডিংয়ে অভিযান, ৩ মহিলা-সহ ১৫জন গ্রেফতার । প্রচুর ল্যাপটপ, মোবাইল ফোন, মোডেম, রাউটার বাজেয়াপ্ত
আর জি কর কাণ্ডে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদা কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. সঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়ে আদালতে আবেদন জানিয়েছে দুই পক্ষই। সোমবার সেই শুনানির আগে বাগযুদ্ধ চরমে উঠল। নির্যাতিতার মা-বাবার আচরণ নিয়ে একদিকে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক। আবার পাল্টা প্রতিক্রিয়া জানালেন নির্যাতিতার মা-বাবাও। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে যা তাঁরা অনড়, ফের জানিয়ে দিলেন। (RG Kar Victim's Family)



















