এক্সপ্লোর
Advertisement
শহরে ফের অঙ্গদান, ব্রেনডেড প্রৌঢ়ার যকৃৎ ও কিডনি প্রতিস্থাপিত তিনজনের শরীরে
কলকাতা: ৬ দিনের মাথায় কলকাতায় ফের অঙ্গদান। গতকাল বিকেলে অ্যাপোলো হাসপাতালে অদিতি সিনহা নামে চিৎপুরের বাসিন্দা বছর ৫৫-র এক মহিলাকে চিকিৎসকরা ব্রেনডেড ঘোষণা করেন। এরপর তাঁর পরিবার যকৃৎ ও কিডনি দানের সিদ্ধান্ত নেয়। অ্যাপোলো হাসপাতালেই একটি কিডনি প্রতিস্থাপন করা হয় ঊষা পারেখ নামে এক রোগীর শরীরে ।
আজ ভোররাতে গ্রিন করিডোর তৈরি করে ১৩ মিনিটের মধ্যে অ্যাপোলো থেকে যকৃৎ ও আরেকটি কিডনি আনা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে গতকাল ভর্তি হন নদিয়ার বাদকুল্লার বাসিন্দা ৫২ বছরের চণ্ডীচরণ ঘোষ। তাঁর শরীরে যকৃৎটি প্রতিস্থাপনের কাজ চলছে। পাশাপাশি, অন্য কিডনিটি প্রতিস্থাপন করা হয় এসএসকেএমে ভর্তি আর এক রোগীর শরীরে।
এর আগে, শনিবার এসএসকেএমে ব্রেনডেড ঘোষণা করা হয় শিলিগুড়ির ১৫ বছরের কিশোরী মল্লিকা মজুমদারকে। তার যকৃৎ হায়দরাবাদের অজয় রমাকান্ত নায়েকের শরীরে প্রতিস্থাপন করা হয়। ২টি কিডনি প্রতিস্থাপিত হয় খড়দার মৌমিতা চক্রবর্তী ও সোদপুরের সঞ্জীব দাসের শরীরে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement