এক্সপ্লোর
Advertisement
আমরা যে কোনও চ্যালেঞ্জ-হুমকির মোকাবিলায় তৈরি, নয়া বায়ুসেনা প্রধানের দায়িত্বভার গ্রহণ করে বললেন বাহাদুরিয়া
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সেরা ছাত্রের স্বীকৃতি পাওয়া বাহাদুরিয়া ১৯৮০ সালের জুনে বায়ুসেনায় যোগ দেন।
নয়াদিল্লি: আজ দেশের ২৬-তম বায়ুসেনা প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিংহ বাহাদুরিয়া। তিনি এর আগে ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে ছিলেন। বি এস ধানোয়া ৪১ বছরের কর্মজীবনের পর অবসর গ্রহণ করায় তাঁর বদলে বায়ুসেনা প্রধান হলেন বাহাদুরিয়া।
দায়িত্বভার গ্রহণ করার পর নয়া বায়ুসেনা প্রধান বলেছেন, ‘রাফাল যুদ্ধবিমান অত্যন্ত উপযোগী। এটা আমাদের ক্ষমতা আমূল বদলে দেবে। এর ফলে চিন ও পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবে ভারত। বালাকোট অভিযানের সময় আমরা তৈরি ছিলাম। ভবিষ্যতেও এই ধরনের অভিযানের জন্য আমরা প্রস্তুতি নেব। আমরা যে কোনও চ্যালেঞ্জ, হুমকির মোকাবিলায় তৈরি।’
Air Chief Marshal Rakesh Kumar Singh Bhadauria, took over as 26th Chief of the Indian Air Force today.
He was commissioned into the fighter stream of IAF in Jun 1980. pic.twitter.com/9xH01idY1s
— Indian Air Force (@IAF_MCC) September 30, 2019
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সেরা ছাত্রের স্বীকৃতি পাওয়া বাহাদুরিয়া ১৯৮০ সালের জুনে বায়ুসেনায় যোগ দেন। তিনি জাগুয়ার স্কোয়াড্রনের প্রধান ছিলেন। তাঁর ২৬ ধরনের উড়ান নিয়ে ৪,২৫০ ঘণ্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা আছে। ৩৯ বছরের কর্মজীবনে অতিবিশিষ্ট সেবা মেডেল, বায়ুসেনা মেডেল, পরম বিশিষ্ট সেবা মেডেল সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন বাহাদুরিয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement