এক্সপ্লোর
অপরাধমূলক উদ্দেশ্যেই ইভিএমে কারচুপির অভিযোগ তোলা হচ্ছে, বিস্ফোরক মন্তব্য মুখ্য নির্বাচন কমিশনারের
শনিবার কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি নাকচ করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার
কলকাতা: ফের বিস্ফোরক মন্তব্য মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার। বললেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে যারা প্রশ্ন তুলছে, তাদের কোনও না কোনও অপরাধমূলক উদ্দেশ্য রয়েছে।
শনিবার কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি নাকচ করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। ইভিএমের জায়গায় ব্যালট পেপার ফিরিয়ে আনার দাবি খারিজ করে বলেছিলেন, পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। অরোরা এ-ও বলেন যে, সুপ্রিম কোর্ট ব্যালট পেপার ফিরিয়ে দেওয়ার বিরুদ্ধেই রায় দিয়েছে।
রবিবার ফের চাঞ্চল্যকর মন্তব্য অরোরার। বলেছেন, ‘যন্ত্রে ত্রুটি হতে পারে। তবে ত্রুটি আর কারচুপি সম্পূর্ণ পৃথক দুটো বিষয়। ইভিএমের প্রোগ্রামিং কোনওভাবেই বদলানো সম্ভব নয়। বিরুদ্ধে কিছু বললে ধরে নিতে হবে অপরাধমূলক উদ্দেশ্য রয়েছে। যে মতের তীব্র নিন্দা করছি।’
অরোরা যোগ করেন, ‘খুব সুরক্ষার সঙ্গে এবং বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইভিএমগুলো তৈরি হয়েছিল। নামী সংস্থা দেখাশোনা করেছিল।’
এরপরই অরোরা নির্বাচনের ফল বেরনোর পর ইভিএম নিয়ে প্রশ্ন তোলার তুমুল সমালোচনা করেন। বলেন, ‘হেরে গেলেই মেশিনকে দোষ দেওয়া কেন? এতে তো নির্বাচন কমিশনকে নিয়েই প্রশ্ন তোলা হয়ে যায়। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে কোনও যন্ত্রাদির মতো ইভিএমেও গোলযোগ দেখা যেতে পারে। তবে কারচুপির কোনও প্রশ্নই নেই।’ অরোরা যোগ করেন, ‘নির্বাচন মানেই একদিকে সংবিধান ও শান্তিশৃঙ্খলা রক্ষা। অন্যদিকে প্রশাসন সামলানো। প্রত্যেকটা অংশেরই গুরুত্ব রয়েছে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement