এক্সপ্লোর
Advertisement
বিনতা নন্দার বিরুদ্ধে এক টাকার মানহানির মামলা অলোকনাথের
মুম্বই: ধর্ষণের অভিযোগ আনায় চিত্রনাট্যকার ও পরিচালক বিনতা নন্দার বিরুদ্ধে পাল্টা এক টাকার মানহানির মামলা দায়ের করলেন অভিনেতা অলোকনাথ। তাঁর স্ত্রী আশু দিনদোশি আদালতের ম্যাজিস্ট্রেট আর এম নেরলিকারের কাছে বয়ান দিয়েছেন। অলোকনাথের স্ত্রীর দাবি, এই অভিযোগের ফলে তাঁদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাঁরা চান মানহানির মামলার বিচারকপ্রক্রিয়া শুরু করা হোক। বিনতার আইনজীবী ধ্রুতি কাপাডিয়া জানিয়েছেন, তাঁরা আইনি লড়াই চালাবেন। ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ১ নভেম্বর এই মামলার শুনানি হবে।
গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে নাম না করে অলোকনাথের বিরুদ্ধে ১৯ বছর আগে তাঁকে ধর্ষণের অভিযোগ করেন বিনতা। তিনি লেখেন, ‘অভিনয় জগতে সবচেয়ে সংস্কারী ব্যক্তি’ হিসেবে যিনি পরিচিত, তিনিই এই কাণ্ড ঘটিয়েছেন। অলোকনাথ ও তাঁর স্ত্রী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের আইনজীবী অশোক সারোগি দাবি করেছেন, এই অভিযোগ ভিত্তিহীন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement