এক্সপ্লোর
Advertisement
জাতীয় গর্বের বিষয় নিয়ে হওয়া ছবিতে অভিনয়ের ইচ্ছা ছিল, ‘৮৩’ প্রসঙ্গে রণবীর সিংহ
মুম্বই: ১৯৮৩ সালে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে ছবি পরিচালনা করছেন কবীর খান। ছবিটির নাম ‘৮৩’। কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিংহ। ২০২০ সালের ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা। প্রস্তুতির জন্য লর্ডসে ভারত-ইংল্যান্ডের চলতি টেস্ট ম্যাচ দেখতে গিয়েছেন রণবীর ও কবীর।
এই ছবি নিয়ে উত্তেজিত রণবীর। তিনি বলেছেন, ‘আমি সবসময় এমন একটা ছবিতে অভিনয় করতে চাইতাম যেটির সঙ্গে জাতীয় গর্ব জড়িত আছে। আন্ডারডগদের জয়ের কাহিনী চাপা পড়ে গিয়েছে। একটা গোটা প্রজন্মের সেটা জানা উচিত। আমি সেটা করতে পেরে খুশি। প্রথম বিশ্বকাপ জয় আমাদের জাতি ও ক্রীড়ার ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।’
কপিলের ভূমিকায় অভিনয় প্রসঙ্গে রণবীর বলেছেন, ‘কপিল দেবের ভূমিকায় অভিনয় করা আমার কাছে বড় ব্যাপার। তিনি আক্ষরিক অর্থেই একজন কিংবদন্তী। ক্রিকেটজগতে তাঁর বিশাল সম্মান এবং বহু ভক্ত আছে। আমরা কীভাবে প্রথমবার বিশ্বকাপ জিতেছিলাম, সে বিষয়ে আমার কোনও ধারণা ছিল না। দলটি আন্ডারডগ ছিল। সংশ্লিষ্ট ক্রিকেটারদের উপর কারও ভরসা ছিল না। তাঁরা লড়াই করে জয় ছিনিয়ে নেন। এটা মানবিক গল্প।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement