Apple WWDC 2021 Keynote: ফেসটাইমে যুক্ত করা যাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরও, প্রকাশ্যে আইপ্যাড ওএস ১৫
Apple WWDC 2021: এই নতুন আইপ্যাডে নানা আকর্ষণীয় ফিচার্স রয়েছে।
নয়াদিল্লি: সোমবার আইপ্যাড ওএস ১৫-এর নবতম সংস্করণ প্রকাশ করল অ্যাপল। এই নতুন আইপ্যাডে নানা আকর্ষণীয় ফিচার্স রয়েছে। ফেসটাইম, নোটিফিকেশন, মেসেজের ক্ষেত্রে যেমন বদল এসেছে, তেমনই আরও অনেক নতুন ফিচার যুক্ত হয়েছে। এই নতুন আইপ্যাডের ফেসটাইমে অডিও এবং ভয়েস আইসোলেশন ফিচার্স রয়েছে। ফেসটাইমে গান ও ভিডিও শেয়ার করা যাবে। এছাড়া আইপ্যাড আইওএস ১৫ ব্যবহারকারীরা একটি লিঙ্কের মাধ্যমে ফেসটাইমে যুক্ত করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরও।
আইপ্যাডওএস ১৫-এর হোমস্ক্রিন গ্রাহকদের ব্যবহারের জন্য আরও সুবিধাযুক্ত হচ্ছে। আইফোনের মতোই আইপ্যাডেও এবার থেকে থাকছে অ্যাপ লাইব্রেরি। আইওএস ১৫-এর মাধ্যমে সহজেই একইসঙ্গে নানা কাজ করা সম্ভব হবে। ফেসটাইমে শেয়ারপ্লে নামে একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এর ফলে গ্রুপ কলে মিডিয়া শেয়ার করা সম্ভব হবে।
অ্যাপলের পক্ষ থেকে সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে একগুচ্ছ নতুন সংস্করণ বাজারে আনার কথা ঘোষণা করা হয়। আইওএস ১৫-এর ক্ষেত্রে জানানো হয়েছে, টেক্সট নোটিফিকেশনে কনট্যাক্ট তালিকায় থাকা ব্যক্তিদের ছবি দেখা যাবে। এছাড়া অ্যাপ আইকন আগের চেয়ে বড় হবে। আইওএস ১৫-এর মেসেজে স্টেটাস আপডেটের ক্ষেত্রে যদি ‘ডু নট ডিস্টার্ব’ মোড অন থাকে, তাহলে অন্যরা সেটা দেখতে পাবেন। অ্যাপলের এই নতুন ডিভাইসে মেসেজে যদি কেউ ছবি শেয়ার করেন, তাহলে সেই ছবি ফটো গ্যালারি ও মেমোরিতে থেকে যাবে।
অ্যাপলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আইওএস ১৫-এ এয়ারপড আরও উন্নত সংস্করণের হচ্ছে। এতে থাকছে ‘কনভারসেশন বুস্ট’ ফিচার, যার মাধ্যমে শ্রবণশক্তি কম, এমন ব্যক্তিদের অন্যদের কথা শোনার ক্ষেত্রে সুবিধা হবে। এয়ারপডের মাধ্যমে অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশনও দেখা যাবে। ইন্টারনেট সংযোগ ছাড়াই সিরি-র মাধ্যমে দ্রুত অডিও অন-ডিভাইসের সুবিধা পাওয়া যাবে।
অ্যাপলের এই ভার্চুয়াল অনুষ্ঠানেই ঘোষণা করা হয়েছে, ওয়ালেট অ্যাপ আপডেট করা হচ্ছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলিতে আইফোনকেই ডিজিটাল পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে।