গ্রেফতার শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা, কীভাবে চলত অশ্লীল ছবির এই রমরমা চক্র?
এই ব্যবসায় ওটিটি প্ল্যাটফর্ম বানিয়ে ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। দাবি মুম্বই পুলিশের।
নয়াদিল্লি: পর্ন ছবি বানানোর অভিযোগে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। কী করে চলত পর্ন ছবির এই রমরমা চক্র? এই ব্যবসায় ওটিটি প্ল্যাটফর্ম বানিয়ে ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। দাবি মুম্বই পুলিশের। ছবি শ্যুটিংয়ের পর তা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পাঠানো হত বিদেশে। পরে তা দেখা যেত বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে। এক অভিযুক্ত উমেশ কামাথকে গ্রেফতারের পর গোটা বিষয়টি সামনে আসে। এর আগে এই মামলায় এক অভিনেত্রীকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, ওই অভিনেত্রীর ই-মেলে অন্তত ১৫টি পর্ন ছবির হদিশ মেলে। এই সমস্ত ছবি আমেরিকায় পাঠানো হত। প্রতি ছবির জন্য নেওয়া হত দু’ থেকে আড়াই লক্ষ টাকা। ওই নির্দিষ্ট ওয়েবসাইটে ২ জিবি পর্যন্ত ডেটা আপলোড করা যায়। এছাড়া এই অ্যাপে ৭ দিনের মধ্যে আপলোড করা ভিডিও আপনা আপনিই ডিলিট হয়ে যায়।
অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে সোমবার গ্রেফতার করা হয় ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। মুম্বইয়ের পুলিশ কমিশনার একটি বিবৃতিতে বলেন, 'অশ্লীল ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী মনে করা হচ্ছে রাজ কুন্দ্রাকে। ওঁর বিরুদ্ধে আমাদের হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে।'
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। সেই অভিযোগের তদন্তেই সোমবার রাজকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশে অভিযোগে দায়ের হওয়ার পরই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজ। তবে তাতে শেষরক্ষা হল না। গ্রেফতারই হতে হল নামী ব্যবসায়ীকে।