Arunachal MP praises Modi: মোদি ‘ভগবানের অবতার’, লোকসভায় বললেন বিজেপি সাংসদ
প্রধানমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসায় শুধু টাপির রাও-ই নন, মেতে উঠলেন বিজেপির অন্য এক সাংসদ জামিয়াং সেরিং নামগিয়ালও। জম্মু ও কাশ্মীরের জন্য অতিরিক্ত অনুদানের অনুমোদন সংক্রান্ত বিতর্কে অংশ নিয়ে নামগিয়াল প্রধানমন্ত্রীকে ‘যুগপুরুষ’ হিসেবে অভিহিত করেছেন। বিজেপির পূর্বসূরী জনসংঘের তাত্ত্বিক নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তব রূপদানের জন্য তিনি মোদিকে যুগপুরুষ হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, শ্যামাপ্রসাদ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিরোধিতা করেছিলেন।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতে গিয়ে তাঁর সঙ্গে ভগবানের অবতারের তুলনা করে বসলেন অরুণাচল প্রদেশের বিজেপি সাংসদ টাপির গাও। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী 'ভগবানের অবতার', যিনি দেশকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে চলেছেন।
লোকসভায় প্রধানমন্ত্রীর স্তুতি করতে গিয়ে টাপির রাও বললেন, ‘পশ্চিমবঙ্গ ও অসমের চা বাগানের কর্মীদের জন্য মোদি যে কাজ করেছেন, তা ভগবান, আল্লার অবতারের মতো’।
প্রধানমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসায় শুধু টাপির রাও-ই নন, মেতে উঠলেন বিজেপির অন্য এক সাংসদ জামিয়াং সেরিং নামগিয়ালও। জম্মু ও কাশ্মীরের জন্য অতিরিক্ত অনুদানের অনুমোদন সংক্রান্ত বিতর্কে অংশ নিয়ে নামগিয়াল প্রধানমন্ত্রীকে ‘যুগপুরুষ’ হিসেবে অভিহিত করেছেন। বিজেপির পূর্বসূরী জনসংঘের তাত্ত্বিক নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তব রূপদানের জন্য তিনি মোদিকে যুগপুরুষ হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, শ্যামাপ্রসাদ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিরোধিতা করেছিলেন।
WB Election 2021 LIVE Updates: মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় ও অরূপ বিশ্বাস
২০২০-২১ এর জন্য দ্বিতীয় ও চূড়ান্ত ব্যাচের অতিরিক্ত অনুদানের অনুমোদন সংক্রান্ত বিতর্কে অংশগ্রহণ করে টাপির গাও বলেছেন, কোভিড-১৯ অতিমারীর সময় নানাবিধ ব্যবস্থা নিয়েছে মোদি সরকার।আর এখন তো প্রায় ১০০ দেশকে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করছে ভারত।
প্রধানমন্ত্রীর কাজে আপ্লুত অরুণাচলের বিজেপি সাংসদ বললেন, 'তিনি সাধারণ মানুষ নন। তিনি কোনও অবতার, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং দেশকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে চলেছেন।ভারতীয় হিসেবে এজন্য আমাদের গর্বিত হওয়া উচিত'।
অরুণাচল পূর্বের সাংসদ তাঁর নিজের রাজ্য ও উত্তর-পূর্বের পরিকাঠামো উন্নয়ণে মোদি সরকারের গৃহীত পদক্ষেপগুলির তালিকাও উল্লেখ করেছেন তাঁর ভাষণে। ২০২১-২২ এর কেন্দ্রীয় বাজেটে অসম ও পশ্চিমবঙ্গের চা বাগানের কর্মীদের কল্যাণের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দের উল্লেখ করে গাও-এর দাবি, এর ফলে চা বাগানের শ্রমিকদের জীবনে আশার সঞ্চার হয়েছে।
WB Election 2021: প্রচারে মিউজিক্যাল চেয়ার খেললেন সায়ন্তিকা, মিছিল করে মনোনয়ন জমা তনুশ্রীর
গাও আরও বলেছেন, 'অসম ও পশ্চিমবঙ্গের চা বাগানের শ্রমিকদের সমস্যা দূর করার জন্য কাজ করছে মোদি সরকার। এক্ষেত্রে মোদি যা করেছেন, তা ভগবানের অবতারের মতোই'।