'শপথ নেওয়ার সময় বিবাহ নিয়ে মিথ্যে তথ্য!' নুসরতের বিরুদ্ধে স্পিকারকে চিঠি বিজেপি সাংসদের
নুসরত জাহানের বিরুদ্ধে নিয়মানুগ ব্যবস্থা নিতে এবার চিঠি দেওয়ার সিদ্ধান্ত বিজেপির। লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য। নুসরতের বিষয়টি এথিক্স কমিটির কাছে পাঠানোরও আর্জি জানিয়েছেন সাংসদ। অন্যদিকে তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিয়ে-বিতর্কে আক্রমণ করেছেন দিলীপ ঘোষও।
কলকাতা: নুসরত জাহানের বিরুদ্ধে নিয়মানুগ ব্যবস্থা নিতে এবার চিঠি দেওয়ার সিদ্ধান্ত বিজেপির। লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য। নুসরতের বিষয়টি এথিক্স কমিটির কাছে পাঠানোরও আর্জি জানিয়েছেন সাংসদ। অন্যদিকে তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিয়ে-বিতর্কে আক্রমণ করেছেন দিলীপ ঘোষও।
লোকসভার অধ্যক্ষকে দেওয়া চিঠিতে বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য উল্লেখ করেছেন, 'নুসরত শপথ নেওয়ার সময় নিজের নাম বলেছিলেন নুসরত জাহান রুহি জৈন। কিন্তু এখন তিনি সংবাদ মাধ্যমের সামনে অন্য কথা বলছেন। প্রশ্ন উঠছে তাহলে কি উনি শপথ নেওয়ার সময় মিথ্যা তথ্য দিয়েছেন?’ অন্যদিকে আজ 'বিরাট প্রতারণা' বলে নুসরতের বিরুদ্ধে তোপ দেগেছেন দিলীপ ঘোষও। ব্যক্তিগত বিষয় নিয়ে রাজনীতি করছে বিজেপি। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও।
সম্প্রতি নিখিল-নুসরত বিয়ে বিতর্কে ট্যুইটে কটাক্ষ করেছিলেন অমিত মালব্যও। নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক নিয়ে নুসরত জাহানের বিবৃতির প্রেক্ষিতে ট্যুইটে কটাক্ষ করেছিলেন অমিত মালব্য। বিজেপির আইটি সেলের প্রধানের ট্যুইট, 'তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি জৈনের ব্যক্তিগত জীবন, তিনি কাকে বিয়ে করেছেন বা কার সঙ্গে থাকছেন, তা নিয়ে কারোর মাথা ব্যথা থাকা উচিত নয়। কিন্তু তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদের রেকর্ডে নিখিল জৈনকে তাঁর স্বামী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে কি তিনি সংসদে দাঁড়িয়ে মিথ্যা বলেছিলেন?'
সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে আসে নুসরতের বেবি বাম্পের ছবি। সূত্রের খবর, কিছুদিন আগে নুসরতের একটি পারিবারিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা। সেখানেই তোলা হয় সাংসদের বেবি বাম্পের ছবি। এক ফ্রেমে ছিলেন তৃণমূল সাংসদ ও বিধানসভা ভোটে বিজেপির দুই পরাজিত প্রার্থী! শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী।
সোশাল মিডিয়ায় এই ছবি ঘিরে যেমন ঝড় উঠেছিল, তেমনই নুসরত জাহান আর ব্যবসায়ী নিখিল জৈনের মধ্যে বিবাহ-বিতর্ক নিয়ে তোলপাড় চলছে। সম্প্রতি নুসরত দাবি করেন, বিয়েই তো হয়নি। তাহলে বিবাহবিচ্ছেদ কীসের! পাল্টা বিজেপি প্রশ্ন তুলেছে, যদি বিয়েই না হয়, তাহলে লোকসভার ওয়েবসাইটের সাংসদের প্রোফাইলে কীভাবে নুসরত জাহান বিবাহিত! ওয়েবসাইটে কীভাবে স্বামীর নাম নিখিল জৈন বলে উল্লেখ করা হল?
বসিরহাটের তৃণমূল সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক-রাজনীতি চলছেই। তবে আপাতত নুসরতের পরিবার এবং শুভাকাঙ্খীরা আছেন নতুন সদস্যের অপেক্ষায়। সম্প্রতি পাহাড়ে ঘুরে এসেছেন নুসরত। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ইঙ্গিতপূর্ণ স্টেটাস ও স্টোরিতে ভালো থাকার বার্তাই দেন নুসরত।