এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপের ঠিক আগে আসগরকে নেতৃত্ব থেকে সরানোয় নির্বাচক প্রধান দওলতের হাত ছিল, তোপ আফগানিস্তানের কোচ সিমন্সের
বিশ্বকাপে শনিবার আফগানিস্তানের পরের ম্যাচ ভারতের বিরুদ্ধে
ম্যাঞ্চেস্টার: বিশ্বকাপে বিপর্যয়ের পরই অশান্তি লেগে গেল আফগানিস্তান শিবিরে।
বিশ্বকাপের কালো ঘোড়া ভাবা হচ্ছিল আফগানিস্তানকে। মনে করা হচ্ছিল, কয়েকটি বড় দলকে হারিয়ে অঘটন ঘটাতে পারেন রশিদ খান-মহম্মদ নবিরা। কিন্তু বাস্তবে সেরকম কিছুই হয়নি। বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে বিপর্যস্ত হয়েছে আফগানিস্তান। প্রত্যেকটি ম্যাচেই কার্যত একপেশেভাবে হেরেছে। এরপরই কোচ ও সাপোর্ট স্টাফদের বিপর্যয়ের জন্য দায়ী করেছিলেন আফগানিস্তানের প্রধান নির্বাচক দওলত আহমেদজাই।
এবার পাল্টা তোপ দাগলেন আফগানদের কোচ ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন। লিখেছেন, ‘আমি একটি বিশ্বকাপের মাঝে রয়েছি এবং চেষ্টা করছি দলের কাছে যেরকম প্রত্যাশিত, সেরকম পারফরম্যান্স বার করে আনতে। তবে বিশ্বকাপ শেষ হলে আফগানিস্তানের মানুষদের জানাব আমাদের প্রস্তুতিতে দওলত আহমেদজাইয়ের ভূমিকা কী ছিল এবং আসগর আফগানকে নেতৃত্ব থেকে সরানোর নেপথ্যে উনি কী করেছিলেন।’
বিশ্বকাপের ঠিক আগে নিয়মিত অধিনায়ক আসগর আফগানকে সরিয়ে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল গুলবদিন নইবের হাতে। যদিও সেই সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক হয়। মহম্মদ নবি-রশিদ খানদের মতো সিনিয়র ক্রিকেটারেরা প্রকাশ্যেই সেই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। বিশ্বকাপে শনিবার আফগানিস্তানের পরের ম্যাচ ভারতের বিরুদ্ধে।I am in the middle of a World Cup and trying to get our team to perform to the level we expect but at the end of the World Cup I will tell the Afghanistan people about the part that Mr Dawlat Ahmadzai had to play in our preparation and his part in the dismissal of #AsgharAfghan https://t.co/TLhIbzqTU4
— Phil Simmons (@Coachsim13) June 19, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement