পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগ রয়েছে শাহরুখ-গৌরীর? বয়কটের ডাক বিজেপি নেতার
বিজেপির সর্বভারতীয় নেতা বৈজয়ন্ত জয় পাণ্ডার বিস্ফোরক অভিযোগ, বলিউড তারকা শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরীর সঙ্গে যোগাযোগ রয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর।
মুম্বই: বিজেপির সর্বভারতীয় নেতা বৈজয়ন্ত জয় পাণ্ডার বিস্ফোরক অভিযোগ, বলিউড তারকা শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরীর সঙ্গে যোগাযোগ রয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর। শুধু তাই নয়, বিজেপি নেতার আরও অভিযোগ, পাকিস্তানের নাগরিকত্ব পাওয়া ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক লেনদেনও রয়েছে শাহরুখ-গৌরীর। ট্যুইটে বিজেপির সহ সভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডার বিস্ফোরক দাবি, “কিছু বলিউড তারকার সঙ্গে জম্মু-কাশ্মীরে সন্ত্রাস সৃষ্টিকারী পাকিস্তানি সহ গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাক সেনার সঙ্গে যোগাযোগ রয়েছে। আমি দেশপ্রমিক বলিউড তারকাদের অনুরোধ করছি, তাঁদের বয়কট করুন।”
বিজেপি নেতার এই অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই সামনে এসেছে রেহান সিদ্দিকি এবং টনি আশাই নামের দুই ব্যবসায়ীর সঙ্গে শাহরুখ-গৌরীর ব্যবসায়িক যোগাযোগ। সূত্রের খবর, রেহান সিদ্দিকি এবং টনি আশাই এই দুই জনই জম্মু ও কাশ্মীরের নাশকতামূলক কাজে জড়িত রয়েছেন। জঙ্গিদের সরাসরি অর্থ সাহায্যের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
আর্কিটেক্ট টনি আশাই এখন আমেরিকায় থাকেন। অতীতে ভারত বিদ্বেষী মন্তব্য করে সংবাদ শিরোনামেও এসেছিলেন এই এনআরআই। কাশ্মীর নিয়েও উত্তেজক মন্তব্য করেছিলেন টনি আশাই।
অন্যদিকে পাকিস্তানি রেহান সিদ্দিকি এখন হিউস্টনে থাকেন। সেখানে তাঁর একটি নিজস্ব রেডিও চ্যানেল রয়েছে, যেখানে প্রায়ই সন্ত্রাসমূলক কার্যকলাপ ও কাশ্মীর ইস্যুতে হিংসাকে মদত দেয় এমন বার্তা দিতে শোনা গিয়েছে তাঁকে। দক্ষিণ এশিয়ায় চারশোরও বেশি অনুষ্ঠানে বলিউড তারকাদের নিয়ে গিয়েছেন এই রেহান। সম্প্রতি রেহান সিদ্দিকিকে কালো তালিকাভুক্ত করেছে দিল্লি।