Cabinet on Increased MSP: রবি ফসলের এমএসপি ঘোষণা কেন্দ্রের, গমের দর প্রতি কুইন্টালে বাড়ল ৪০ টাকা
কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, গমের ন্যূনতম ক্রয়মূল্য প্রতি কুইন্টালে ৪০ টাকা বাড়ানো হয়েছে। গমের ন্যূনতম ক্রয়মূল্য ১৯৭৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২০১৫ টাকা।
নয়াদিল্লি: তিন কৃষি আইনের প্রতিবাদে গত কয়েকমাস ধরেই দিল্লি সীমানাবর্তী এলাকাগুলিতে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষক সংগঠনগুলি। এরইমধ্যে কেন্দ্র গম সহ অন্যান্য রবি শষ্যের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ঘোষণা করল। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নতুন দামের ক্ষেত্রে মঞ্জুরি দেওয়া হয়। উল্লেখ্য, আন্দোলনরত কৃষকদের আন্দোলনের অন্যতম ইস্যু হল এই এমএসপি। কৃষকদের এই আন্দোলনের মধ্যেই আগামী রবিশষ্যের এমএসপি ঘোষণা করল কেন্দ্র।
কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, গমের ন্যূনতম ক্রয়মূল্য প্রতি কুইন্টালে ৪০ টাকা বাড়ানো হয়েছে। গমের ন্যূনতম ক্রয়মূল্য ১৯৭৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২০১৫ টাকা। সরকারের হিসেব অনুসারে, গমের উৎপাদন ব্যয় প্রতি কুইন্টালে ১০০৮ টাকা হতে পারে বলে অনুমান। এরই পরিপ্রেক্ষিতে কৃষকদের উৎপাদন ব্যয়ের দ্বিগুণ লাভ দেওয়ার দাবি করা হয়েছে।
একইভাবে ছোলার ন্যূনতম ক্রয়মূল্য ১৩০ টাকা থেকে বাড়িয়ে প্রতি কুইন্টালে ৫২৩০ টাকা করা হয়েছে। সরকারের দাবি, এই দর আনুমানিক উৎপাদন ব্যয়ের তুলনায় ৭৪ শতাংশ বেশি। অন্য রবি শষ্যের দাম প্রতি কুইন্টালে ৩৫ টাকা বাড়িয়ে করা হয়েছে প্রতি কুইন্টালে ১৬৩৫ টাকা। মসুর ডালের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ৪০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫,৫০০ টাকা।
Tripura: বোমা, আগুন, বাড়ি-দোকানে হামলা, সিপিএম-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ত্রিপুরার উদয়পুর
সরষের ক্রয় মূল্য অর্থাৎ এমএসপি প্রতি কুইন্টালে ৪০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫০৫০ টাকা। সরকারের দাবি অনুযায়ী, এই মূল্য মোট আনুমানিক উৎপাদন খরচের ১০০ শতাংশের বেশি। নতুন এই এমএসপি অক্টোবর-নভেম্বরে বপন করা রবি ফসলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যার বিক্রি ২০২২-এর এপ্রিল-জুনের মধ্যে হবে।