Tripura: বোমা, আগুন, বাড়ি-দোকানে হামলা, সিপিএম-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ত্রিপুরার উদয়পুর
অন্যদিকে, বিশালগড়ে আগুন লাগিয়ে দেওয়া হল সিপিএমের পার্টি অফিসে। হামলা চালানো হয় সিপিআইএমের সম্পাদক মন্ডলীর সদস্যর বাড়িতেও।
আগরতলা: অগ্নিগর্ভ পরিস্থিতি ত্রিপুরার...আগুন ধরিয়ে দেওয়া হল খোদ সিপিএমের রাজ্য সদর দফতরে। দশরথ ভবন...থেকে ভানু ভবন....সিপিএমের একের পর এক পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগের আঙুল রাজ্যের শাসক দল বিজেপির দিকে। পুলিশ, র্যাফের সামনেই রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব হয়েছে বিজেপি। বিশালগড়ে সিপিএমের দু-তলা মহকুমা দফতরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উদয়পুরেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে র্যাফ। তাদের সামনেই বামেদের বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধর অভিযোগ উঠেছে।
উদয়পুরেই সিপিএমের দফতর থেকে বোমা ছোড়ার অভিযোগ তুলেছে বিজেপি। বিকেলে অশান্তি ছড়িয়ে পড়ে আগরতলাতেও। সিপিএমের রাজ্য সদর দফতর, দশরথ দেব ভবনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। হামলা চালানো হয় সিপিএমের আরেক অফিস, ভানু ঘোষ ভবনেও। সিপিএমের পার্টি অফিসের পাশেই একটি সংবাদপত্রের অফিসেও হামলা চালানো হয়।
ত্রিপুরার উদয়পুরে সিপিএম-বিজেপি সংঘর্ষে একাধিক বাড়ি-দোকানে হামলা চালানো হয় বলে অভিযোগ।পাল্টা সিপিএমের দফতর থেকে বোমাবাজির অভিযোগ বিজেপির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ। অন্যদিকে, বিশালগড়ে আগুন লাগিয়ে দেওয়া হল সিপিএমের পার্টি অফিসে। সিপিএমের দুটি পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলা চালানো হয় সিপিআইএমের সম্পাদক মন্ডলীর সদস্যর বাড়িতেও। এসডিপিও-র নেতৃত্বে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
দুই দলের মধ্যে সংঘর্ষে খোদ আগরতলাতে সাধারণ মানুষের আতঙ্কে প্রাণভয়ে ছোটাছুটির ছবিও সামনে এসেছে। সিপিএমের রাজ্য দফতরে যান তৃণমূল নেতৃত্ব। মানিক সরকারের সঙ্গে কথাও বলেন তাঁরা। সংবাদপত্রর দফতরেও যান তৃণমূল নেতৃত্ব। বিজেপির অভিযোগ,সিপিএম সীমা ছাড়াচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্ররোচনা দিচ্ছেন।
উল্লেখ্য, গত সোমবার ত্রিপুরায় দফায় দফায় সিপিএম (CPM) ও বিজেপি (BJP) সংঘর্ষ বেঁধেছিল। ধনপুর বাজারে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িতে হামলার চেষ্টার অভিযোগ ওঠে। বিজেপির বিরুদ্ধে হামলার চেষ্টার অভিযোগ সিপিএমের। গাড়ি থেকে নেমে কর্মীদের শান্ত করেন মানিক সরকার। বাঁশপুকুর বাজারেও সিপিএম-বিজেপি সংঘর্ষ হয়।
গত কয়েকদিনের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এদিন বিজেপি প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল।