এক্সপ্লোর
Advertisement
করবেট টাইগার রিজার্ভে বাঘের মৃত্যু, সিবিআই তদন্তের নির্দেশ উত্তরাখণ্ড হাইকোর্টের
নৈনিতাল: গত পাঁচ বছরে করবেট টাইগার রিজার্ভে বেশ কয়েকটি বাঘের মৃত্যু এবং বন দফতরের আধিকারিকদের বিরুদ্ধে চোরাশিকারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের তদন্তভার সিবিআই-কে দেওয়ার নির্দেশ দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। কার্যনির্বাহী প্রধান বিচারপতি রাজীব শর্মা ও বিচারপতি লোকপাল সিংহর ডিভিশন বেঞ্চ বলেছে, তিনমাসের মধ্যে সিবিআই-কে তদন্ত করে মুখবন্ধ খামে রিপোর্ট দিতে হবে।
বিচারপতিরা আরও বলেছেন, ‘গত আড়াই বছরে উত্তরাখণ্ডে ৪০টি বাঘ ও ২৭২টি চিতাবাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে করবেট টাইগার রিজার্ভে যে ৯টি বাঘের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৬টির মৃত্যু স্বাভাবিক। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয় না। কিন্তু এই বিরলের মধ্যে বিরলতম। সেই কারণেই সিবিআই-কে দায়িত্বভার দেওয়া হচ্ছে।’
একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, হরিয়ানার বাওয়ারিয়া গ্যাং উত্তরাখণ্ডে চোরাশিকার চালাচ্ছে। তাদের ধরার জন্য সিনিয়র পুলিশ সুপারদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছেন ডিজিপি। ধুলওয়া ও ধুমান্দা অঞ্চলের ৩১৮.৮০ হেক্টর জমি করবেট টাইগার রিজার্ভের মধ্যে যুক্ত করা হয়নি। এই বিষয়টি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। রাজ্য সরকারকে এক মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement