এক্সপ্লোর
ছত্তিশগড়ে স্বামীদের বাঁচাতে গিয়ে ২ মহিলার ঝর্ণায় ঝাঁপ, ডুবে মরলেন ৪ জনই
চারটি দেহ উদ্ধার হয়েছে, পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

প্রতীকী ছবি
কোরবা: ছত্তিশগড়ের কোরিয়া জেলায় পিকনিক করতে গিয়ে মর্মান্তিকভাবে শেষ হয়ে গেল দুই পরিবার। ঝর্ণায় ডুবে ২ পরিবারের ৪ সদস্যেরই মৃত্যু হয়েছে। কোরিয়া জেলার বাদকাপাহাড় গ্রামের বাগনাছা জলপ্রপাতে সোমবার ঘটেছে এই দুর্ঘটনা। মৃতদের নাম মহম্মদ তাহির, তাঁর স্ত্রী সাইনা পারভিন, সাইনার ভাই নিয়াজ আহমেদ ও তাঁর স্ত্রী সানা পারভিন। তাহির উত্তর প্রদেশের জৌনপুর জেলার বাসিন্দা। স্ত্রীকে নিয়ে তিনি কোরিয়ার মনেন্দ্রগড় এলাকায় শ্যালকের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার তাঁরা ৪ জন পিকনিক করতে যান বাগনাছা জলপ্রপাতের ধারে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাহির ও নিয়াজ স্নানের জন্য বাগনাছায় নামেন। কিন্তু জলের গভীরতা সম্পর্কে আন্দাজ না থাকায় তোড়ে ভেসে যান দু’জনেই। স্বামীদের ভেসে যেতে দেখে স্ত্রীরা তাঁদের বাঁচাতে প্রপাতে নেমে পড়েন। তাঁরাও ভেসে যান সঙ্গে সঙ্গে। চারটি দেহ উদ্ধার হয়েছে, পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















