এক্সপ্লোর
Advertisement
যৌন নিগ্রহে অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দকে সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ সিটের
আইনের ছাত্রীকে যৌন নিগ্রহে অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দকে বৃহস্পতিবার রাতে সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করল বিশেষ তদন্তকারী দল (সিট)। সন্ধে ছয়টা থেকে রাত একটা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ পর্ব।
নয়াদিল্লি: আইনের ছাত্রীকে যৌন নিগ্রহে অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দকে বৃহস্পতিবার রাতে সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করল বিশেষ তদন্তকারী দল (সিট)। সন্ধে ছয়টা থেকে রাত একটা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ পর্ব।
তদন্তের অঙ্গ হিসেবে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে তাঁর দিব্যধাম আশ্রমের একটি কক্ষ সিল করা হয়েছে। চিন্ময়ানন্দের আইনজীবী ওম সিংহ এ কথা জানিয়েছেন।
যদিও পুলিশের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে যে, আশ্রমের একটি কক্ষ বাদ দিয়ে বাকি সমস্ত কক্ষই সিল করা হয়েছে। আশ্রমের বাইরে মোতায়েন করা হয়েছে বাহিনী। অভিযুক্তর শয়নকক্ষ ও অন্যান্য কক্ষ থেকে তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক দল ডাকা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধেয় সিট পুলিশ লাইনে চিন্ময়ানন্দকে জিজ্ঞাসাবাদ করে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। এর আগে বৃহস্পতিবারই এসএল ল কলেজের প্রিন্সিপাল সঞ্জয় কুমার বারানওয়াল ও সেক্রেটারি অভনীশ মিশ্রর বয়ান রেকর্ড করে সিট।
বৃহস্পতিবার সিট সূত্রে জানানো হয় যে, জিজ্ঞাসাবাদের জন্য চিন্ময়ানন্দকে সমন পাঠানো হয়েছে। কিন্তু স্বাস্থ্যের কারণে তিনি হাজির হননি।
জানা গেছে, আইনের এক ছাত্রীর অভিযোগ ও একটি মেয়েকে দিয়ে তাঁর ম্যাসাজ করানোর একটি ভিডিও ক্লিপ সম্পর্কে চিন্ময়ানন্দকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
৭২ বছরের বিজেপি নেতা তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। উল্টে চিন্ময়ানন্দ দাবি করেছেন যে, কয়েকজন ব্যক্তি তাঁর কাছে টাকা চায় এবং তিনি তা দিতে অস্বীকার করায় ওই ব্যক্তিরা তাঁর বিরুদ্ধে চক্রান্তের জাল বুনেছে।
গত ২৪ আগস্ট ওই আইনের ছাত্রী ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেন যে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনি সহ অনেক মেয়েকেই শোষণ করেছেন। চিন্ময়ানন্দের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে তাঁর কাছে তথ্যপ্রমাণ রয়েছে বলেও দাবি করেন ওই তরুণী। ভিডিও পোস্টের পর তিনি নিখোঁজ হয়ে যান।
গত ২৫ আগস্ট চিন্ময়ানন্দের আইনজীবীর ওম সিংহর অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহজাহানপুর পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে তোলাবাজি ও তথ্যপ্রযুক্তি আইনের আওতায় বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করে।
পরে পুলিশ গত ২৭ আগস্ট চিন্ময়ানন্দ ও অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪ (খুনের উদ্দেশে অপহরণ) ও ৫০৬ (হুমকি) ধারায় আরও একটি এফআইআর দায়ের করে।
যদিও পুলিশ চিন্ময়ানন্দকে তলব করেনি বা গ্রেফতারও করেনি।
গত ৩০ আগস্ট ওই ছাত্রীর রাজস্থানের দৌসা জেলায় খোঁজ মেলে। উত্তরপ্রদেশ পুলিশের একটি দল তাঁকে একটি হোটেল থেকে নিয়ে এসে সুপ্রিম কোর্টে পেশ করে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, পুলিশ ছাত্রীকে আদালতে পেশ করে।
সুপ্রিম কোর্ট ছাত্রীর অভিযোগ সম্পর্কে সিট তদন্তের নির্দেশ দেয়। ইলাহাবাদ হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চের পর্যবেক্ষণে সিট তদন্ত চালাচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement