এক্সপ্লোর
Advertisement
দুর্বল দেশগুলির পাশে থাকার বার্তা মোদির, প্রশংসায় কমনওয়েলথ
২০১৭ সালে এই ভারত-রাষ্ট্রসংঘ উন্নয়নমূলক অংশীদারিত্ব তহবিল গড়ে ওঠে।
নয়াদিল্লি: কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দুর্বল দেশগুলির পাশে থাকার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত-রাষ্ট্রপুঞ্জ উন্নয়নমূলক অংশীদারিত্ব তহবিলের তৃতীয় বর্ষ উপলক্ষে সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই কমনওয়েলথ দেশগুলির সঙ্গে সহায়তা, তহবিল গঠন ও সুযোগ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করেছেন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল প্যাট্রিশিয়া স্কটল্যান্ড।
এই ভার্চুয়াল সভায় প্যাট্রিশিয়া বলেন, ‘বিশ্বের তুলনামূলকভাবে কম উন্নত দেশ এবং ৩৪টি উন্নয়নশীল ছোট দ্বীপরাষ্ট্র কমনওয়েলথের সদস্য। আর্থিক সহযোগিতার মাধ্যমে তাদের সমর্থন করা, পাশে থাকার যে বার্তা ভারত দিয়েছে তাকে সর্বতোভাবে স্বাগত জানাই। এটা খুবই জরুরি পদক্ষেপ।’
এখানেই না থেমে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল বলেছেন, ‘আমরা সকলেই নানান ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই, তা সত্ত্বেও এই ধরনের বার্তা একদিকে আশা জাগায় আবার মূল্যবোধের পরিচায়ক। এই অংশীদারিত্ব, সমর্থন, বহুপাক্ষিকতা আগের সময়ের চেয়েও এখন বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই মনোভাবের জন্য বিশ্বে ভারতের নেতৃত্বদান করার মতো ভূমিকা ক্রমশ বাড়ছে।’
২০১৭ সালে এই ভারত-রাষ্ট্রসংঘ উন্নয়নমূলক অংশীদারিত্ব তহবিল গড়ে ওঠে। পারস্পরিক সহায়তা ও উন্নয়নমূলক কাজ এই তহবিলের লক্ষ্য। একই বছরে ১০০ মিলিয়ন ডলার ও ৫০ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য দিয়েছে ভারত। এই আর্থিক সাহায্যের একটি মোটা অঙ্ক বাহামাসে যাবে। বড় মাপের আরেকটি অংশ বার্বাডোজে কর্মসংস্থান তৈরি ও শক্তিক্ষেত্রে বৃদ্ধির জন্য ব্যয় হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement