এক্সপ্লোর
Advertisement
২-৩ মাসের মধ্যে বাজারে আসতে পারে করোনার প্রতিষেধক, বললেন এইমসের ডিরেক্টর
করোনার বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করেন ডক্টর গুলেরিয়া।
নয়াদিল্লি: করোনার প্রতিষেধকের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। বড় জোর মাস ২-৩। তারপরই মারণ ভাইরাসকে জব্দ করার প্রতিষেধক বেরিয়ে যেতে পারে বলে জানালেন এইমসের ডিরেক্টর, চিকিৎসক রণদীপ গুলেরিয়া।
এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে গুলেরিয়া বলেছেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য হল সংক্রমণের গতি কমিয়ে দেওয়া। আক্রান্তের সংখ্যা এমন হওয়া উচিত নয় যে, রোগীদের চিকিৎসা করা বা হাসপাতালে ভর্তি করাটা অসম্ভব হয়ে দাঁড়ায়। অন্যান্য দেশের তুলনায় ভারতে মৃত্যুর হার কম। এটা খুব ইতিবাচক দিক। তবে আমাদের দেশে সার্বিকভাবে জনসংখ্যা বেশি বলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে।’ তিনি যোগ করেছেন, ‘আগামী দু-তিন মাসের মধ্যে করোনার প্রতিষেধক বেরতে পারে। এই বছরের শেষের দিকে যদি না-ও বেরোয়, আগামী বছরের গোড়ায় বেরতে পারে।’
করোনার বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করেন ডক্টর গুলেরিয়া। বলেছেন, ‘এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে সকলকে নিজের দায়িত্ব পালন করতে হবে। লকডাউন ধীরে ধীরে তুলে নেওয়া হবে। তবে মাস্ক ব্যবহার বা শারীরিক দূরত্ব নিশ্চিত করা আমাদের কর্তব্য।’
প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরলে সংক্রমণ কমবে বলে জানিয়েছেন গুলেরিয়া। বলেছেন, ‘করোনার জীবাণু ১০-১৫ মিনিটের বেশি হাওয়ায় থাকতে পারে না। তাই সেই সময়ের মধ্যে কারও শরীরে বাসা বাঁধতে না পারলে সংক্রমণ থিতিয়ে যাবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement